শেষের আগে কোচের প্রশংসা পেলেন মুস্তাফিজ

শেষের আগে কোচের প্রশংসা পেলেন মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের এবারের আইপিএল অধ্যায় শেষ আজই। বিসিবির দেওয়া এনওসির মেয়াদ আজ ১ মে শেষ, এরপর কালই তিনি ফিরে আসবেন দেশে। আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবেন তিনি। 

‘খেলবেন’ এ কথা জোর দিয়ে বলা যাচ্ছে, কারণ মুস্তাফিজের প্রতি চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গি। আজ তার শেষ সূচি, তার আগেও তিনি ভূয়সী প্রশংসাই কুড়িয়েছেন চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিংয়ের। 

এবারের আইপিএলে ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। তার এমন পারফর্ম্যান্সে বেশ সন্তুষ্ট ফ্লেমিং।

গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মুস্তাফিজ অসাধারণ খেলছে। ওর বোলিংয়ের জন্য আদর্শ কন্ডিশন নয় এমন জায়গাতেও সে ভালো করছে। চেন্নাইয়ের উইকেটে অনেক গতি ছিল, শিশির তো ছিলই। এরপরও ও দারুণভাবে মানিয়ে নিয়েছে।’ 

মুস্তাফিজের সংযুক্তি দারুণ একটা বিষয় ছিল, বলে সামনের মৌসুমেও তাকে রাখার একটা ইঙ্গিতই দিলেন চেন্নাই কোচ। বললেন, ‘আমরা জানি, আন্তর্জাতিক ম্যাচ খেলার দায়িত্ব সবার আগে চলে আসে। তবে ও আমাদের দলে দারুণ এক সংযোজনই ছিল।’

সম্পর্কিত খবর