পাঞ্জাবের বিপক্ষে মুস্তাফিজের সামনে এই মাইলফলক

পাঞ্জাবের বিপক্ষে মুস্তাফিজের সামনে এই মাইলফলক

এবারের আইপিএলে আজ শেষ ম্যাচে মাঠে নামছেন মুস্তাফিজুর রহমান। তার দল চেন্নাই সুপার কিংস আজ মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংসের। এই ম্যাচে একটা মাইলফলক পড়ে আছে তার সামনে। 

৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে যশপ্রীত বুমরাহর সঙ্গে যৌথভাবে এবারের আইপিএলে উইকেট শিকারীর শীর্ষে আছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্স তারকা বুমরাহ ১৪ উইকেট পেলেও ম্যাচ খেলেছেন মুস্তাফিজের চেয়ে দুটো বেশি। সবশেষ লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষেও কোনো উইকেট পাননি তিনি। আজ মুস্তাফিজ তাই সুযোগ পাচ্ছেন অবশেষে পার্পল ক্যাপটা বুমরাহর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার।

মুস্তাফিজের সামনে আজ একটা ব্যক্তিগত মাইলফলকও ছোঁয়ার আছে। আইপিএলে নিজের সেরা মৌসুম কাটিয়েছিলেন তিনি ২০১৬ সালে। সেবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচে ১৭ উইকেট বাঁহাতি এই পেসার। সেটাই এখন পর্যন্ত সেরা হয়ে আছে তার জন্য। 

আইপিএলের ২০২৪ সালের এই আসরকে নিজের সেরা বানিয়ে ফেলতে মুস্তাফিজের চাই ৪ উইকেট। সে রেকর্ডটা ছুঁতেও তার চাই তিন উইকেট। 

এবারের আসর যেভাবে বোলারদের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে, তাতে সে রেকর্ডটা ছোঁয়া বেশ কঠিনই। তবে মুস্তাফিজের জন্য সুখবর, আজকের ম্যাচটা হচ্ছে চেন্নাইয়ের মাঠ চিপকের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। এখানে এই মৌসুমে ৫ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১১ উইকেট। সবশেষ ম্যাচেও নিয়েছেন দুই উইকেট। 

তবে রেকর্ড ছুঁতে তাকে আরও ভালো পারফর্ম করতে হবে। সে নজিরটাও অবশ্য আছে তার সামনে। এবারের আইপিএলটা তিনি শুরু করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে। তেমন কিছু আজ করে ফেলতে পারলেই তো কেল্লাফতে!

সম্পর্কিত খবর