সাকিব নাম্বার ওয়ানেই, সূর্যকে ছোঁয়ার অপেক্ষায় বাবর

সাকিব নাম্বার ওয়ানেই, সূর্যকে ছোঁয়ার অপেক্ষায় বাবর

আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে সূর্যকুমার যাদবই শীর্ষে। যদিও ইনজুরির কারণে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দেখা যাচ্ছে না তাকে। তারপরও এই ভারতীয় ব্যাটারই নাম্বার ওয়ান! আবার অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই এক নম্বরে সাকিব আল হাসান।

যদিও আজ বুধবার আইসিসি প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিং জানাচ্ছে সূর্যকে ছুঁয়ে ফেলার অপেক্ষায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৬৯ রানের ইনিংস খেলে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বাবর এগিয়ে গেলেন আরও এক ধাপ!

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে বাংলাদেশের সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ২৪০।

বাবর এখন বেশ খোশ মেজাজেই আছেন। পাকিস্তানের নেতৃত্ব ফের ফিরে পেয়েছেন। বাবর রয়েছেন র‌্যাঙ্কিংয়ের ৪ নম্বরে। ১০ রেটিং পয়েন্ট বেড়ে ৭৬৩ রেটিং পয়েন্ট তার। বাবরের সঙ্গে সূর্যের দূরত্ব ৯৮ রেটিং পয়েন্ট। তালিকার দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট (রেটিং পয়েন্ট ৮০২)। তিনে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। তার রেটিং পয়েন্ট ৭০২।

বাংলাদেশের লিটন দাস আছেন ২৯ নম্বরে। নাজমুল হোসেন শান্ত ৩২ নম্বরে।

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে গেলেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের বাঁহাতি পেসার আছেন ১৪ নম্বরে। নিউজিল্যান্ড ক্রিকেটার মাইকেল ব্রেসওয়েল ১৩ ধাপ এগিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ের এখন ৫৫ নম্বরে। বোলারদের নাম্বার ওয়ান ইংল্যান্ডের আদিল রশিদ। এরপরই আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান আছেন ২৪ নম্বরে! সাকিব ৩০ ও তাসকিন আহমেদ ৩২ নম্বরে।

সম্পর্কিত খবর