ভারত-পাকিস্তানকে সেমিতে দেখছেন না ভন

ভারত-পাকিস্তানকে সেমিতে দেখছেন না ভন

আসছে জুনে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে শুরু হয়ে গেল অংশ নেওয়া ২০ দলের স্কোয়াড ঘোষণা। আর বিশ্লেষকরা শুরু করে দিলেন তাদের প্রেডিকশন। অনেকেই জানাচ্ছেন কারা এগিয়ে থাকছেন আসছে বিশ্বকাপের সেরার দৌড়ে।

এবার বিশ্বকাপের সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের নাম জানিয়ে দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। বিস্ময়কর হলেও সত্য-তার বেছে নেওয়া চার দলের মধ্যে নেই ভারত।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলবে ২০ দেশ। ১ মে ছিল দল ঘোষণার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্দেশনা মেনে প্রতিটি দেশই ১৫ জনের দল ঘোষণা করেছে। ভারত রোহিত শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের দলের নাম ঘোষণা করেছে।

এরইমধ্যে বুধবারই সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের নাম ভবিষ্যদ্বাণী করলেন মাইকেল ভন। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার চার সেমিফাইনালিস্ট-ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।

বিস্ময়কর হলো-ভারত-পাকিস্তানসহ এশিয়ার কোনও দেশকে সম্ভাব্য সেমিফাইনালিস্ট মনে করছেন না ভন। যদিও কেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজকে সেরা চারে রাখলেন তার ব্যাখা দেননি ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। তারপরও অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা ভনের পোস্ট ভাইরাল। এশিয়ার কোনও দেশের নাম না দেখে অনেকেই সমালোচনায় মাতলেন ভনের!

আসন্ন ২০ ওভারের বিশ্বকাপে ২০ দেশকে ৪ গ্রুপে ভাগ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের তিন এবং ওয়েস্ট ইন্ডিজের ৬ ভেন্যুতে হবে লড়াই। টুর্নামেন্ট শুরু হবে ১ জুন থেকে।

সম্পর্কিত খবর