বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে সৈকতসহ ৫ আম্পায়ার
৩ মে থেকে শুরু বাংলাদেশ-জিম্বাবুয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে লড়বে দুই দল। তার আগে বুধবার এইটি-টোয়েন্টি সিরিজের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৬ সদস্যের যে ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে এক ম্যাচ রেফারি ছাড়া সবার দায়িত্বই ম্যাচ অনুযায়ী পরিবর্তিত হবে।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, মোরশেদ আলী খান, রঞ্জন মাধুগালে, তানভীর আহমেদ, গাজী সোহেল। মাধুগালে পাঁচ টি-টোয়েন্টিতেই ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠের আম্পায়ার মুকুল ও তানভীর। এই ম্যাচে টিভি আম্পায়ার সৈকত। চতুর্থ আম্পায়ার মোরশেদ আলী খান। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম টি-টোয়েন্টি-এই চার ম্যাচে সৈকত থাকবেন মাঠের আম্পায়ার। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে চতুর্থ আম্পায়ার তানভীর। শেষ দুই ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্বে মুকুল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মোরশেদ টিভি আম্পায়ার। মাঠের আম্পায়ার হিসেবে মোরশেদ তৃতীয় টি-টোয়েন্টিতে। চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন সোহেল। তানভীর পঞ্চম টি-টোয়েন্টিতে থাকছেন মাঠের আম্পায়ার। মুকুল দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠের আম্পায়ার থাকছেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ ও ৭ মে হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং তৃতীয় টি-টোয়েন্টি বেলা ৩টায় শুরু হবে। এরপর ১০ ও ১২ মে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ হবে মিরপুরের শেরেবাংলায়।