এক গোলে এগিয়ে পিএসজির মাঠে যাচ্ছে ডর্টমুন্ড
হোক সিগনাল ইডুনা পার্কে ম্যাচ, তবু ম্যাচের আগে পিএসজিই ছিল পরিষ্কার ফেভারিট। ম্যাচে কিলিয়ান এমবাপেরা খেলেছেনও ঠিক তেমন। তবে ম্যাচ শেষে হাসিটা ঠিকই ফুটে আছে স্বাগতিক দল আর সমর্থকদের মুখে। নিকলাস ফুলক্রুগের একমাত্র গোলে যে ১-০ জয় তুলে নিতে পেরেছে বরুসিয়া ডর্টমুন্ড।
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে গত রাতে পিএসজি শুরু থেকেই ছড়ি ঘুরিয়েছে বরুসিয়ার ওপর। তবে পেয়েছে একাধিক গোলের সুযোগও। তিন শটের সবকটা গেছে গোলপোস্টের বাইরে দিয়ে, আগের দুই রাউন্ডে গোল করা উসমান দেম্বেলে মিস করেন দুটো সুযোগ। কাজের কাজটা তাই আর করতে পারেনি প্যারিসিয়ানরা।
ওদিকে ঘরের মাঠে বরুসিয়া নিজেদের ৫ শটের ৪টাই রাখে লক্ষ্যে। ১৪ আর ৪৪ মিনিটে মার্সেল সাবিৎজারের দুটো শট ঠেকিয়ে দেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমা। তবে তার মাঝেই গোলের দেখা পেয়ে গেছে স্বাগতিকরা। ৩৬ মিনিটে নিকো শ্লটারবেকের বাড়ানো লং বল দারুণভাবে আয়ত্বে নিয়ে ডনারুমাকে ফাঁকি দিয়ে বল পিএসজির জালে জড়ান ফুলক্রুগ। সেই এক গোলে এগিয়েই বিরতিতে যায় বরুসিয়া।
এরপর দ্বিতীয়ার্ধে সেই গোল শোধের আরও সুযোগ পেয়েছে পিএসজি। কিন্তু গোল আর করতে পারেনি দলটা। ওদিকে বরুসিয়াও নিজেদের সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। ফলে ১-০ গোলে জিতেই পিএসজির মাঠে ফিরতি লেগ খেলতে যাবে জার্মান এই দল।