জয় দিয়ে শেষটা রাঙানো হলো না মুস্তাফিজের
মুস্তাফিজ গত রাতে এবারের আইপিএলে নিজের শেষ ম্যাচটা খেলছেন, বিষয়টা নিশ্চিতই ছিল। গতকাল পাঞ্জাবের বিপক্ষে তাকে নিয়েই মাঠে নামল তার দল চেন্নাই সুপার কিংস। উইকেট না পেলেও তিনি বোলিং করেছেন বেশ ভালো, তবে শেষটা ঠিক জয় দিয়ে রাঙাতে পারেননি তিনি। পাঞ্জাব কিংসের কাছে ৭ উইকেটে হেরেছে তার দল।
এবারের আইপিএলে মুস্তাফিজের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ৪ উইকেট নিয়ে দলকে জিতিয়েছিলেন, এরপর নিজে জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কারও। তবে শেষে এসে দারুণ বোলিং করেও দলকে জেতাতে পারলেন না।
কাল রাতে অবশ্য উইকেট পাননি মুস্তাফিজ। ৪ ওভার বল করে ২২ রান দিয়েছেন। দ্বিতীয় ওভারে দেননি একটি রানও। এমন বোলিং এবারের রান বন্যার আইপিএলে বিরল। তবে তাও চেন্নাইয়ের জন্য যথেষ্ট হয়নি।
হবে কী করে? চেন্নাই যে পুঁজিই তুলেছিল স্রেফ ১৬২ রানের! অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ইনিংসের একমাত্র ফিফটিটা করলেন, ৬২ রান করতে তিনি খেলেছেন ৪৮ বল। বাকিদের স্ট্রাইক রেটও ছিল বেশ বাজে। তাই স্কোরটা আর বেশি বড় হয়নি তাদের।
জবাবে পাঞ্জাবের ওপরও খুব বেশি চাপ তৈরি করতে পারেনি চেন্নাই। রাইলি রুশোর ২৩ বলে ৪৩ আর জনি বেয়ারস্টোর ৩০ বলে ৪৬ রানের ইনিংসে ভর করে ১৩ বল হাতে রেখে জেতে পাঞ্জাব।
শেষ ম্যাচে উইকেট না পেলেও এবারের আইপিএলটাকে ভালোভাবে মনে রাখবেন মুস্তাফিজ। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে এবারের আইপিএল পর্ব শেষ করছেন তিনি। শেষ ম্যাচ পর্যন্ত তিনি ছিলেন পার্পল ক্যাপের দৌড়ে। সে ছন্দটাকে নিশ্চয়ই এবার জাতীয় দলেও টেনে আনতে চাইবেন তিনি!