টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ফেভারিট, বললেন সাঙ্গাকারা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ফেভারিট, বললেন সাঙ্গাকারা

জুনে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। যেখানে প্রথমবারের মতো অংশ নিচ্ছে সর্বাধিক ২০টি দল। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও নেপাল।

যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে বরাবরের মতোই ভারত থাকে অন্যতম ফ্যান ফেভারিট। এবারও তার ব্যতিক্রম নয়। তবে সাধারণ দর্শক ও সমর্থকদের সঙ্গে এবার মত মেলালেন লঙ্কান কিংবদন্তি ব্যাটার কুমার সাঙ্গাকারাও।

বর্তমানে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে আছেন সাঙ্গাকারা। ভারতের দল ঘোষণার পর অনেকের মতো তিনি স্কোয়াড নিয়ে আলোচনা-সমালোচনায় না গেলেও ভারতকেই ফেভারিট বলে মনে করছেন। তার মতে ভারতের আছে ভারসাম্যপূর্ণ একটি দল, যেখানে শক্তিশালী ব্যাটিং লাইনআপ, দুর্দান্ত অলরাউন্ডার এবং উচ্চমানের স্পিন বোলিং বিভাগ আছে।

সাঙ্গাকারা বলেছেন, ‘ভারত দলটির কম্বিনেশন খুবই ভালো। ভারত বরাবরই আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে খুব শক্তিশালী। আমি নিশ্চিত যে রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা ভালমতোই জানেন যে দল কিভাবে সাজাতে হবে এবং কাকে কোন ভূমিকা পালন করাতে হবে।‘

সম্পর্কিত খবর