টি-টোয়েন্টিতে কোনো বড়-ছোট দল নেই

টি-টোয়েন্টিতে কোনো বড়-ছোট দল নেই

জিম্বাবুয়ে ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের বেশ চেনা প্রতিপক্ষ। তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে দলটির বিপক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে সেই চেনা প্রতিপক্ষের মুখোমুখি বাংলাদেশ। 

তবে বাংলাদেশ যখন এই সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতির কথা ভাবছে, তখন জিম্বাবুয়ের কাছে এই সিরিজটাই বিশ্বকাপের মতো। কেন? কারণ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে খেলতে পারছে না দলটা! নামিবিয়া আর উগান্ডার কাছে বিশ্বকাপ বাছাইপর্বে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ হয়েছে জিম্বাবুয়ে।

তাই অবশ্য প্রশ্নও উঠে যাচ্ছে, এই দলের বিপক্ষে খেলে বিশ্বকাপের প্রস্তুতিটাই বা কেমন হবে! তবে অধিনায়ক নাজমুল হাসান শান্তর কাছে অবশ্য সে বিষয়ে কোনো বাড়তি ভাবনা নেই। সব দলকেই সমান চোখে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। 

তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো ছোট বড় দল নেই। আপনি যেমন বললেন, জিম্বাবুয়ে উগান্ডার কাছে হেরেছে বিশ্বকাপ বাছাইপর্বে। এই জিম্বাবুয়েই আবার কয়দিন আগে শ্রীলঙ্কাকে হারাল। তো আপনি যদি এভাবে বিষয়টাকে দেখেন, তাহলে দেখবেন, তেমন কোনো পার্থক্য নেই!’

আগামীকাল সন্ধ্যা ছয়টায় এই জিম্বাবুয়ের মুখোমুখিই হতে চলেছে বাংলাদেশ।

সম্পর্কিত খবর