মুস্তাফিজের বিদায়ে হতাশ ফ্লেমিং

মুস্তাফিজের বিদায়ে হতাশ ফ্লেমিং

শুরুর মতোই শেষটা হলো মুস্তাফিজের। তবুও বিদায় বেলায় হয়তো আক্ষেপ থাকছেই। ম্যাচটা যে জয়ে রাঙাতে পারলেন না তিনি। পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের মাঠে চেন্নাই হেরেছে ৭ উইকেটের ব্যবধানে। অথচ এদিনও তিনি ছিলেন দলের সবচেয়ে ইকোনোমিকাল। ৪ ওভারে খরচ করেছেন মাত্র ২২ রান। যেখানে একটি মেইডেনও আছে। যা আবার এবারের রানবন্যার আইপিএলে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে মুস্তাফিজেরই প্রথম।

এবারের আইপিএলে চেন্নাইয়ের খেলা ১০ ম্যাচের ৯-টিতেই একাদশে ছিলেন ফিজ। উইকেট তোলার বিচারেও দলের সবাইকে ছাড়িয়ে। আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি জাসপ্রিত বুমরাহর সমান ১৪টি উইকেট তার। আর সেই বোলারকেই এবার থেকে আর পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। যা নিয়ে হতাশ দলটির প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং।

মুস্তাফিজকে নিয়ে বলেন, ‘মুস্তাফিজকে হারানোটা আমাদের জন্য হতাশার। বোলিং বিভাগে সে আমাদের জন্য আসলে অনেক কিছুই করেছে।’

মুস্তাফিজকে ফিরতে হচ্ছে মূলত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সামনে রেখে। যদিও বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, জিম্বাবুয়ে সিরিজ তাদের মূল লক্ষ্য নয়, টানা ক্রিকেটে ব্যস্ত থাকা মুস্তাফিজকে কিছুটা বিশ্রাম দিতেই আইপিএলে তার এনওসির মেয়াদ বাড়ায়নি বোর্ড। যেই প্রমাণ মিলে, জিম্বাবুয়ে সিরিজের জন্য ঘোষিত দলের দিকে তাকালেও। প্রথম তিন ম্যাচের জন্য ঘোষিত দলে রাখা হয়নি তাকে। যদিও বিশ্রাম শেষে শেষ দুই ম্যাচে মুস্তাফিজকে ফেরানোর কথা আছে বিসিবির। তবে সেটাও নির্ভর করছে মুস্তাফিজকে ছাড়া কেমন করছে দল, অনেকটা সেটার ওপর।

সম্পর্কিত খবর