আইরিশ, ইংলিশ সিরিজে পাকিস্তানের দল ঘোষণা 

আইরিশ, ইংলিশ সিরিজে পাকিস্তানের দল ঘোষণা 

কাগজে-কলমের হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব শুরু হতে বাকি আর এক মাস। যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের শেষ সময়ের প্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যেই বিশ্বকাপ দল ঘোষণা করে ফেলেছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলো। তবে খেলোয়াড়দের আরও খানিকটা ঝালিয়ে নিয়েই যেন বিশ্বকাপের দল ঘোষণা করতে চায় পাকিস্তান। বিশ্বকাপ প্রস্তুতিতে তাই চলতি মাসে দুটি সিরিজ খেলবে বাবর-রিজওয়ানরা। 

চলতি মাসের মাঝামাঝি ও শেষ দিকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সেই সিরিজ দুটির জন্য আজ (বৃহস্পতিবার) ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

বাবর আজমের নেতৃত্বাধীন দলটিতে ফিরেছেন দুই অভিজ্ঞ পেসার হারিস রউফ ও হাসান আলী। সঙ্গে ফিরেছেন সালমান আলী আঘা। এদিকে ঘরের মাটিতে সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন উসামা মীর ও জামান খান। 

সামনের এই দুই সিরিজের দল থেকেই হয়তো বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করবে ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা। 

আয়ারল্যান্ডের মাটিতে আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচে আগামী ১০ মে। সেই ম্যাচসহ সিরিজের বাকি দুটি ম্যাচও (১২ ও ১৪ মে) অনুষ্ঠিত হবে ডাবলিনে। আইরিশদের সঙ্গে সিরিজ শেষের পর ইংল্যান্ডে উড়ে যাবে বাবর আজমের দল। সেখানে যথাক্রমে ২২, ২৫, ২৮ ও ৩০ মে চারটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে তারা। 

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে পাকিস্তানের দল: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আঘা, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান।

সম্পর্কিত খবর