বিশ্বকাপ দল ঘোষণা কানাডার, ১৫ জনের ১২ জনই ত্রিশোর্ধ্ব

বিশ্বকাপ দল ঘোষণা কানাডার, ১৫ জনের ১২ জনই ত্রিশোর্ধ্ব

এবারই প্রথমবারের মতো ২০টি দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে প্রথমবারের মতো অংশ গ্রহণের সুযোগ হয়েছে কানাডার। যা নিয়ে বেশ রোমাঞ্চিত তারা। এবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে কানাডা। যেই দলে জায়গা হয়েছে ৩৯ বছর বয়সী অলরাউন্ডার জুনায়েদ সিদ্দিকীর। দলে নতুন মুখ কানওয়ারপাল তাথগুর।

নিজের প্রথম বিশ্বকাপ বলে অভিজ্ঞতার দিকে বাড়তি মনোযোগ দিয়েছে কানাডা। ১৫ জনের দলের ১২ জনের বয়সেই ৩০-এর বেশি। অধিনায়ক সাদ বিন জাফরের বয়স ৩৭। দলের মাত্র ৩ জন ক্রিকেটার ৩০-এর কম বয়সী। তারা হলেন হরস ঠাকের, নিকোলাস কির্তন ও দিলপ্রিত বাজওয়া।

এর আগে ওয়ানডে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কানাডা। যেখানে আগামী ২ জুন বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে আয়োজক যুক্তরাষ্ট্র। গ্রুপে তাদের অপর তিন প্রতিপক্ষ আয়ারল্যান্ড, পাকিস্তান ও ভারত। ম্যাচ তিনটি হবে ৭, ১১ ও ১৫ জুন।

কানাডার বিশ্বকাপ স্কোয়াড: সাদ বিন জাফর (অধিনায়ক), রায়ানখান পাঠান, দিলন হেইলিগার, দিলপ্রীত বাজওয়া, হর্ষ ঠাকার, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দিকি, কলিম সানা, অ্যারন জনসন, কানওয়ারপাল তাথগুর, নবনীত ধালিওয়াল, নিকোলাস কিরটন, পরগট সিং, রয়নভান মোহন এবং শ্রেয়াস মোভা।

রিজার্ভ: আম্মার খালিদ, তাজিন্দর সিং, আদিত্য ভারধরাজন, পারভীন কুমার এবং যতিন্দর মাথারু।

সম্পর্কিত খবর