টস জিতল ভারত, ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতল ভারত, ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম দুই ম্যাচে হেরে বাংলাদেশ আছে খাদের কিনারে। আর একটা ম্যাচে হেরে গেলেই সিরিজটা খুইয়ে বসবেন নিগার সুলতানা জ্যোতিরা। ফলে সিরিজে টিকে থাকতে হলে বাংলাদেশের আজ ভারতকে হারাতেই হবে।

এই সমীকরণ যখন সামনে, তখন টস ভাগ্যটা সঙ্গে পাননি বাংলাদেশ অধিনায়ক নিগার। টস জিতেছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কর। টস জিতে তিনি বাংলাদেশকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।

সিলেটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে আছে পরিবর্তন। তবে সেটা মাত্র একটা জায়গায়। বাংলাদেশ একাদশে ঢুকেছেন শরিফা খাতুন। তার জায়গায় অন্য এক 'খাতুন'কে বাদ দিয়েছে বাংলাদেশ, সুলতানা খাতুন আজ থাকছেন বেঞ্চে। ওদিকে ভারত নামছে দ্বিতীয় ম্যাচের একাদশ নিয়েই।

বাংলাদেশ একাদশ-
দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (উইকেটরক্ষক, অধিনায়ক), ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, রিতু মনি, মারুফা আক্তার, শরিফা খাতুন, ফারিহা তৃষ্ণা।

ভারত একাদশ-
স্মৃতি মান্দানা, শেফালি ভার্মা, দায়ালান হেমালতা, হরমনপ্রীত কর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), সজীবন সজনা, পুজা বস্ত্রকর, শ্রেয়াঙ্কা পাতিল, দীপ্তি শর্মা, রেনুকা ঠাকুর, রাধা যাদব।

সম্পর্কিত খবর