পাকিস্তানের কামব্যাকের পরও অস্ট্রেলিয়ার রান পাহাড়
অস্ট্রেলিয়া যেভাবে খেলছিল, তাতে ৪০০কেও মনে হচ্ছিল খুব সম্ভব। তবে ডেভিড ওয়ার্নার আর মিচেল মার্শের বিদায়ের পরই যেন ম্যাচে ফিরল পাকিস্তান। এরপরও অবশ্য অজিরা ইনিংস শেষ করেছে ৩৬৭ রানের পাহাড় গড়ে।
ক্যাচ মিস মানেই ম্যাচ মিস, পাকিস্তান যেন কথাটা আজ আরও একবার বুঝছে ভালোভাবেই! ডেভিড ওয়ার্নার তখন ১১ রানে, শাহিন শাহ আফ্রিদি ক্যাচ তুলে দিয়েছিলেন মিড অনে, সেটা উসামা মির তালুবন্দি করতে পারলেই এতকিছু হয় না। সেটা উসামা করে দেখাতে পারেননি শেষমেশ।
পাকিস্তানও তার মাসুল গুণেছে, হজম করেছে জোড়া সেঞ্চুরি। ওয়ার্নার আর মার্শ করেছেন সেঞ্চুরি, তার আগে গড়ে ফেলেছেন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের জুটিও। ওয়ার্নার শেষমেশ থেমেছেন ১৬৭ রান করে। তার আগেই থেমেছেন মার্শ। তিনি করেছিলেন ১২১ রান।
তাদের বিদায়ের পরই যেন ম্যাচে ফিরল বাবর আজমের দল। এরপর থেকে শেষ পর্যন্ত কেবল মার্কাস স্টয়নিস আর জস ইংলিসই দুই অঙ্কে যেতে পেরেছেন। আর বাকিরা এক অঙ্কেই বিদায় নিয়েছেন। শাহিন আফ্রিদি পাঁচ উইকেট তুলে নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এতে।
তবে এরপরও পাকিস্তান বড় এক সংগ্রহই পেয়েছে। ৯ উইকেট খুইয়ে তুলে নিয়েছে ৩৬৭ রানের বিশাল পুঁজি।