আগামী ২ বছর সাকিবের ব্যাটে বঙ্গ’র স্টিকার
বাংলাদেশ তথা গ্লোবাল ক্রিকেটেই বড় নাম সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই তাই তার পেছনে ছুটে বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলো। সাকিবও খুব একটা নিরাশ করেন না এ ক্ষেত্রে। সেই ধারাবাহিকতায় এবার সাকিবের সঙ্গে দুই বছরের সম্পর্কে জড়িয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। আর এই সময়ে সাকিবের ব্যাটে দেখা যাবে বঙ্গর স্টিকার। সব ঠিক থাকলে যা হয়তো দেখা যাবে ৩ মে শুরু হতে যাওয়া আসন্ন জিম্বাবুয়ে সিরিজের সবশেষ দুই ম্যাচে।
সাকিবের সঙ্গে বিজ্ঞাপনের চুক্তি নিয়ে বঙ্গ’র প্রতিষ্ঠাতা ও সিইও আহাদ মোহাম্মদ বলেন, ‘এটি আমাদের জন্য একটা গৌরবময় ইভেন্ট। সাকিব আল হাসান বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা। তার ব্যাটের ‘স্টিকার পার্টনার’ হিসেবে আমরা যুক্ত হতে পেতে আনন্দিত। বঙ্গ বরাবরই শ্রেষ্ঠত্ব আর সৃষ্টিশীলতায় বিশ্বাসী। আমরা তাই সবসময় চেষ্টা করি আমাদের সীমানা ভেঙে অভিনব কিছু আনতে যাতে আমরা দর্শকদের স্পেশাল ফিল করাতে পারি। দেশের সেরা খেলোয়াড়ের সাথে এই পার্টনারশিপ আমাদের সেই লক্ষ্যেরই একটি প্রতিফলন।’
বঙ্গের সঙ্গে পার্টনারশিপ নিয়ে সাকিব বলেন, ‘বঙ্গ এই মুহূর্তে দেশের অত্যন্ত জনপ্রিয় একটি নাম। বিশেষ করে ওদের সাম্প্রতিক বিভিন্ন কন্টেন্টগুলো দেশের বিনোদন জগতের এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। আর আমরা সবাই জানি ক্রিকেট শুধুমাত্র একটি খেলাই নয়, কোটি কোটি মানুষের জন্য এক বিনোদনের মাধ্যমও। তাই বঙ্গ-এর মতো বিনোদন প্ল্যাটফর্মের সাথে আমাদের এই বন্ধুত্ব আশা করি এই বিনোদনের সম্পর্ককে আরও দৃঢ় করবে।’
বঙ্গ বাংলাদেশের প্রথম ও বৃহত্তম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। ১৫ হাজারেরও বেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ডাবিংকৃত কন্টেন্ট, নাটক, টিভি শো, সিরিজসহ বিশাল তাদের লাইব্রেরি। সম্প্রতি তারা প্রথমবারের মতো বিশ্ববিখ্যাত বিজনেস রিয়ালিটি শো ‘শার্ক ট্যাংক’-এর বাংলাদেশি সংস্করণ তাদের প্লাটফর্মে সম্প্রচার শুরু করেছে।