ভারত-পাকিস্তানকে সেমিতে রাখেননি ভন, নেটিজেনদের ক্ষোভ
ক্রিকেটের সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গাড়ানোর বাকি আর মাত্র ৩০ দিন। প্রথমবারের মতো যেখানে শিরোপার জন্য লড়বে ২০টি দল। আর সেই দলগুলোর মধ্যে অন্যতম ফেভারিট ভারত ও পাকিস্তান। সবশেষ দুটি আসরেই সেমিফাইনালে খেলেছে এই দুটি দল।
তবে এবার তাদের সেই সেমিফাইনালিস্টের কাতারে রাখছেন না ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক মাইকেল ভন। যা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন নেটিজেনরা।
মূলত, বিশ্বকাপ শুরু হওয়ার আগে দল গঠন থেকে শুরু করে কেমন করতে পারে দলগুলোর সম্ভাব্য বিশ্বকাপ ফল; সে সব নিয়ে নিজেদের মতামত তুলে ধরে ক্রিকেট বিশ্লেষকরা। আর সেই মতামতই এবার নিজের অফিসিয়াল টুইটারে জানিয়ে দিয়েছেন ভন। যেখানে বাদ পড়েছে ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দলের নাম।
ভনের চোখে আসন্ন বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। ভনের এমন টুইটের পরপরই যা নিয়ে সোচ্চার হয়েছেন নেটিজেনরা। ভারতকে সেমিতে না রাখায় প্রতিবাদ করছেন। অনেকেই আবার নিজেদের ভাবনায় থাকা চার সেমিফাইনালিস্টের নাম ও বলে যাচ্ছেন সেই পোস্ট শেয়ার করে।