পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ডেভন থমাস
দুর্নীতিবিরোধী কোড লঙ্ঘন করে গত ২০২৩ সালের ২৩ মে আইসিসির কাছ থেকে শাস্তি পেয়েছিলেন ডেভন থমাস। তবে সেটা ছিল অস্থায়ী। এবার পাকাপোক্তভাবে শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার। আনুষ্ঠানিকভাবে তাকে ৫ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি।
আইসিসির দুর্নীতিবিরোধী সাতটি কোড লঙ্ঘন করেছেন তিনি। যা স্বীকারও করে নিয়েছেন এই ক্রিকেটার। যার মধ্যে ম্যাচ ফিক্সিংয়ের মতো অভিযোগও রয়েছে। আর এসব তিনি ঘটিয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগ, আরব আমিরাতের টি-১০ লিগ ও ক্যারিবিয়ার প্রিমিয়ার লিগে।
থমাসের শাস্তি প্রসঙ্গে আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেন, ‘আন্তর্জাতিক এবং পেশাদার ঘরোয়া/ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সব খানেই ডেভন অসংখ্য দুর্নীতিবিরোধী কাজে অংশ নিয়েছিলেন। তিনি জানতেন দুর্নীতি বিরোধী কোডের অধীনে তার কী করনীয় ছিল কিন্তু তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগে এই বাধ্যবাধকতাগুলি তিনি পূরণ করতে ব্যর্থ হন।’
থমাসের এই নিষেধাজ্ঞা বাকিদের ওপর সতর্ক বার্তা উল্লেখ্য করে মার্শাল বলেন, ‘এই নিষেধাজ্ঞা থমাস এবং অন্য খেলোয়াড় এবং দুর্নীতিবাজদের একটি শক্তিশালী বার্তা পাঠাবে। যা আমাদের খেলাধুলাকে কলুষিত করার প্রচেষ্টাকে দৃঢ়ভাবে মোকাবেলা করবে।’
৩৪ বছর বয়সী থমাস ২০০৯ সালে অভিষেকের পর ২০২২ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২১টি ওয়ানডে ১২টি টি-টোয়েন্টি ও ১টি টেস্ট খেলেছেন।