শুরু থেকেই সিরিজ জয়ে লক্ষ্য শান্তদের 

শুরু থেকেই সিরিজ জয়ে লক্ষ্য শান্তদের 

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশের তিন ফরম্যাটের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অনেকটা পরিষ্কারভাবেই জানিয়েছেন, সামনের বিশ্বকাপের জন্য পরীক্ষা-নিরীক্ষা ছাপিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়েই লক্ষ্য তার দলের। ঘরের মাটিতে শান্ত-রিয়াদদের সেই মিশন শুরু হচ্ছে আজ (শুক্রবার)। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নামবে দল দুটি। 

ঘরের মাটিতে সবশেষ গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। পরে নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র এবং চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি ২-১ ব্যবধানে হেরেছিল শান্ত-হৃদয়রা। এদিকে দেশের মাটিতে ২০২২ সালে জিম্বাবুয়ের বিপক্ষেও সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এতে সেসব পরিসংখ্যান ছাপিয়ে এই সিরিজে জয় তুলে স্বাভাবিকভাবেই চাইবে স্বাগতিকরা। 

ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো বড় দলগুলো ইতিমধ্যেই সামনে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলেও, এখনো নিজেদের দল ঘোষণা করেনি বাংলাদেশ। এতে সিরিজটিতে সেই বিশ্বকাপের দল সাজাতে পুরোদস্তুর পরীক্ষা-নিরীক্ষা না চললেও খেলোয়াড়দের পারফর্মে নির্বাচকদের কিছুটা বাড়তি নজর থাকবেই। 

এদিকে আজকের ম্যাচে সম্ভাব্য তিন পেসার ও দুই স্পিনারের একাদশের দেখা মিলতে পারে স্বাগতিকদের দলে। প্রায় ১৮ মাস পর ফেরা সাইফ উদ্দিনকে নিয়ে পেস বিভাগের ভূমিকায় দেখা মিলতে পারে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের। এদিকে স্পিন বিভাগে অফ-লেগ স্পিন মিশেলে শেখ মাহেদি ও রিশাদ হোসেনই থাকছেন এগিয়ে। সঙ্গে ব্যাটিংয়েও বেশ নির্ভার এই দুই ক্রিকেটার। 

তানজিন হাসান তামিম ও লিটন দাসের ওপরই থাকতে পারে ওপেনারের দায়িত্ব। এদিকে তিনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পর মিডল অর্ডারে সুযোগ বেশি থাকছে তিন ডানহাটি ব্যাটার ত্রয়ী তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ ও জাকের আলীর কাছে। 

সম্পর্কিত খবর