ডিপিএলে সাকিবের দাপুটে সেঞ্চুরি
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএলে) চলতি মৌসুমের প্রথম পর্বে স্রেফ তিন ম্যাচে খেলেছিলেন সাকিব আল হাসান। সেখানে করেছিলেন ১০৬ রান। এরপর ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে ডিপিএলে ফিরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয় ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন দেশসেরা এই অলরাউন্ডার। দলটির হয়ে আগের ম্যাচে ৪৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের পর এবার হাঁকালেন ঝোড়ো এক সেঞ্চুরি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সুপার লিগে আজকের (শুক্রবার) ম্যাচে ৭৩ বলেই ব্যক্তিগত শত রানের পৌঁছে যান সাকিব।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ৬৩ রানেই ৩ উইকেট হারিয়ে বসে শেখ জামাল। সেখানে পাঁচে ব্যাট করতে নেমে শুরু থেকে সাবলীল ভঙ্গিতে ব্যাট করতে থাকেন সাকিব। ৪৩ বলে ফিফটি তুলে বাড়ান রানের গতি। সেঞ্চুরি তুলতে দ্বিতীয় ফিফটিতে স্রেফ ৩০ বলেই পৌঁছান এই বাঁহাতি তারকা ব্যাটার। এতে সব ধরণের ক্রিকেটে প্রায় পাঁচ বছর পর সেঞ্চুরি হাঁকালেন সাকিব। এর আগে ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি।
আজকের এই ছুটির দিনে সেঞ্চুরি তোলার পর ইনিংস আর লম্বা করতে পারেননি সাকিব। দলীয় ২২৪ রানের মাথায় ডিপ এক্সট্রা কাভারের ক্যাচ দিয়ে ফেরেন বিশ্বসেরা এই অলরাউন্ডারে। এর আগে ৭৯ বলে ৯ চার ও ৭ ছক্কার মারে করেছেন দলীয় সর্বোচ্চ ১০৭ রান। এদিকে তার দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলেছে ২৮০ রান।
ইনিংসে হিসেবে ১৯৯ ইনিংস পর কাটল সাকিবের সেঞ্চুরির খরা। এটি তার লিস্ট ‘এ’ ক্রিকেটের দশম সেঞ্চুরি এবং এবারের ডিপিএলে প্রথম। ডিপিএলের এবারের ২০২৩-২৪ মৌসুমে এখন পর্যন্ত ৫ ম্যাচে সাকিবের মোট রান ২৬২।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতি হিসেবে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটিতে আজ নামছে বাংলাদেশ। সেই সিরিজের প্রথম তিন ম্যাচের দলের সাকিব না থাকলেও শেষ দুই ম্যাচে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।