জিম্বাবুয়ের বিপক্ষে যাদের নিয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে ঘরের মাঠে জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। তাদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। যার প্রথমটি মাঠে গড়াবে আজ সন্ধ্যা ৬ টায়। এই সিরিজে অভিষেকের অপেক্ষায় ওপেনার তানজিদ হাসান তামিম। এছাড়াও দলে ফিরেছেন পুরনোদের অনেকেই। তাই প্রশ্ন থাকছেই জিম্বাবুয়ের বিপক্ষে কাদের নিয়ে একাদশ সাজাচ্ছে বাংলাদেশ।
এমনই এক প্রশ্নের উত্তরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, প্রতিপক্ষ নামেভারে সহজ হলেও খুব বেশি পরীক্ষা-নিরীক্ষায় যেতে চান না তিনি। আস্থা রাখতে চান পরীক্ষিতদের ওপরই। তবে অবস্থা ও পরিস্থিতি বুঝে দেখে নিতে চান অনেককেই। অর্থাৎ বার্তাটা একরকম পরিষ্কার। নিয়মিতদের নিয়ে একাদশ সাজালেও তাতে দুই একটা পরিবর্তন আসছেই।
আর সেই পরিবর্তনের একটি হতে পারেন দীর্ঘ ১৮ মাস পর জাতীয় দলে ফেরা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। সবশেষ বিপিএল ও চলমান ডিপিএলে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। যার সুবাদেই এবার জাতীয় দলে ফেরার অপেক্ষা তার। আর এখানে যে নিজেকে মেলে ধরতে পারলে বিশ্বকাপের টিকিট, সেটা তো সবারই জানা।
সাইফ উদ্দিনের ফেরার দিনে এই সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই অভিষেক হতে পারে ওপেনার তানজিদ হাসান তামিমের। সবশেষ বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন এই ব্যাটার। দেশি ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট ছিল তার। যা তাকে ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি দলে সুযোগ করে দিয়েছে। এখন নিজেকে প্রমাণ করতে পারলেই মিলবে বিশ্বকাপের টিকিট।
এর বাইরে খুব বেশি পরিবর্তন আসার সুযোগ নেই দলে। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দলেই আস্থা রাখতে যাচ্ছে বাংলাদেশ। মিলছে সে রকমই আভাস। আর তাই বাংলাদেশের একাদশ হতে পারে অনেকটা এমন, যেখানে তিন পেসারের সঙ্গে জায়গা মিলতে পারে দুই স্পিনারের। বাকি ৬ জন ব্যাটার। তবে অলরাউন্ডার মিলিয়ে সেই ব্যাটারদের সংখ্যাটা ৯।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মোহাম্মদ সাইফ উদ্দিন, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।