ওয়াংখেড়ে এক যুগের অবসান নাকি মুম্বাইয়ের টিকে থাকা

ওয়াংখেড়ে এক যুগের অবসান নাকি মুম্বাইয়ের টিকে থাকা

এবারের আইপিএলে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। ম্যাচটি লিগ পর্বের আর পাঁচটা সাধারণ ম্যাচের মতো হলেও দু’দলের কাছেই এ ম্যাচটি পাচ্ছে বাড়তি প্রাধান্য। কলকাতার জন্য ম্যাচটা ওয়াংখেড়ে দীর্ঘ এক যুগের আক্ষেপ ঘোচানোর। আর মুম্বাইয়ের জন্য ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে আইপিএলের প্লে অফের রেসে টিকে থাকার।

সবশেষ ২০১২ সালে ওয়াংখেড়ে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ জিতেছিল কলকাতা। সেই শেষ। এরপর বহুবার এই মাঠে মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামলেও জয় পাওয়া হয়নি কলকাতার। সেই আক্ষেপটাই এবার ঘোচানোর অপেক্ষায় দলটি। এক যুগ আগেই সেই ম্যাচে ১৫ রান খরচায় ৪ উইকেট নিয়ে দলের জয়ের নায়ক হয়ে উঠেছিলেন সুনীল নারিন। এ ম্যাচ তাই তার দিকেই তাকিয়ে কলকাতা।

এবারের আইপিএলে ব্যাটিং দিয়ে আলোচনায় আসলেও নারিনের মূল কাজটা বোলার হিসেবেই। তাছাড়া রোহিত শর্মার বিপক্ষে পরীক্ষিত পারফর্মার নারিন। এখন পর্যন্ত রোহিতকে মোট নয়বার আউট করেছেন নারিন। অন্যদিকে নারিনের ১৭১ বল মোকাবেলা করে রোহিতের রান ১৮৭। রোহিত নিজে অবশ্য আছেন টি-টোয়েন্টিতে ১২ হাজার রানের ক্লাবে নাম লেখানোর পথে। আর সেটি করতে ২৯ রান করতে হবে তাকে। তাই তিনিও যে সে পথে হাঁটবেন তা অনুমেয়ই। দু’জনের এই লড়াইটাও তাই দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।

অন্যদিকে এবারের আইপিএলটা খুব একটা ভালো যাচ্ছে না মুম্বাইয়ের। ১০ ম্যাচে ৩ জয়ে অবস্থান পয়েন্ট টেবিলের ৯ নম্বরে। প্লে অফে জায়গা পেতে বাকি ৪ ম্যাচের চারটিতেই জিততে হবে তাদের। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে বাকিদের ওপরও। তবে তার আগে নিজেদের প্রাথমিক কাজটা তো করতে হবে মুম্বাইকেই। তাই এ ম্যাচে জয়ের বিকল্প নেই হার্দিক পান্ডিয়ার দলের।

মুম্বাইকে এ ম্যাচে জয় পেতে অবশ্য জাসপ্রিত বুমরাহকে জ্বলে উঠতে হবে। বুমরাহ নিজেও আছেন দারুণ ছন্দে। আইপিএলের সর্বোচ্চ ১৪ উইকেট তার দখলে। ইকোনমি রেট মাত্র ৬.৪০। তাছাড়া কলকাতার দারুণ ছন্দে থাকা ওপেনার নারিনের বিপক্ষে বুমরাহ বেশ সফল। এখন পর্যন্ত বুমরাহর ৯ বল মোকাবেলা করে রান করেছেন মাত্র ৪। এরমধ্যে একবার আউটও হয়েছেন তিনি। আর তাছাড়া কলকাতার বিপক্ষে মুম্বাইয়ের জয়ের পরিসংখ্যানটা ৭১.৮ শতাংশ। যা এ ম্যাচেও তাদের আত্মবিশ্বাস যোগাবে।

সম্পর্কিত খবর