তামিমের অভিষেক, বোলিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপের প্রস্তুতি সারতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ম্যাচে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে ওপেনার তানজিদ হাসান তামিমের।
দীর্ঘ ১৮ মাস পর জাতীয় দলে ফেরা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনের সুযোগ হেয়েছে একাদশে। সবশেষ বিপিএল ও চলমান ডিপিএলে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। যার সুবাদেই এবার জাতীয় দলে ফেরানো হয়েছে তাকে।
সাইফ উদ্দিনের ফেরার দিনে এই সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই অভিষেক হয়েছে ওপেনার তানজিদ হাসান তামিমের। সবশেষ বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন এই ব্যাটার। দেশি ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট ছিল তার। যা তাকে ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি দলে সুযোগ করে দিয়েছে।
এর বাইরে খুব বেশি পরিবর্তন নেই দলে। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দলেই আস্থা রাখেছে বাংলাদেশ। পেসার হিসেবে বাংলাদেশের একাদশে আছেন তাসকিন ও শরিফুল। তাদের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফ উদ্দিন। স্পিনে শেখ মাহেদীর সঙ্গে রিশাদ হোসেন।
বাংলাদেশের মতো জিম্বাবুয়েও তাদের একাদশে অভিষেক করিয়েছে একজনকে। ওয়ানডে খেলা জয়লর্ড গাম্বি প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলবেন এই ম্যাচে।
জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, ক্লাইভ মান্দান্ডে (উইকেটরক্ষক), লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মোহাম্মদ সাইফ উদ্দিন, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।