বাংলাদেশের বোলিং তোপে দিশেহারা জিম্বাবুয়ে

বাংলাদেশের বোলিং তোপে দিশেহারা জিম্বাবুয়ে

বিশ্বকাপের প্রস্তুতি সারতে জিম্বাবুয়েকে ডেকে এনেছে বাংলাদেশ। নেমেছে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে। সেখানে জিম্বাবুয়েকে বোলিংয়ে পাঠিয়ে নিজেদের বোলিং শক্তি দেখাচ্ছে বাংলাদেশ। পাওয়ার প্লেতেই ৪ উইকেট নেই জিম্বাবুয়ের। সেই সংখ্যাটা এক ওভার না যেতেই ৬ এ নিয়ে গেছেন তাসকিন আহমেদ। তুলে নিয়েছেন দুই উইকেট। তাতে জিম্বাবুয়ের লেজের নাগাল পেয়ে গেছে বাংলাদেশ। এই জিম্বাবুয়ের এখন দলীয় শত রান করায় দায়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৭ উইকেট খরচায় ৪১ রান জিম্বাবুয়ের। একটি জুটি গড়ার জন্য লড়াই করছে সফরকারীরা।

টসে জিতে জিম্বাবুয়েকে বোলিংয়ে পাঠিয়ে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। ক্রেইগ আরভিনকে শূন্য রানে সাজঘরে ফেরান শেখ মাহেদী। তবে তাতে রানের চাকায় লাগাম টানেনি জিম্বাবুয়ে। অভিষিক্ত জয়লর্ড গাম্বি ব্রায়ান বেনেটকে সঙ্গে নিয়ে ছুঁটেন। তবে সেটার স্থায়ীত্ব মাত্র ১ ওভার। শরিফুল কিছুটা খরুচ করলেও তাসকিন এসে লাগাম টানেন রানে।

পরের ওভারে সাইফ উদ্দিন এসে তুলে নেন উইকেট। দীর্ঘ ১৮ মাস পর সিলিব্রেশন করেন চেনা ভঙ্গিতে। পরের ওভারেই ফের শেখ মাহেদীর ঝলক। পরপর দুই বলে দুই ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি। পাওয়ার প্লেতে ৩৮ রানে ৪ উইকেট নেই জিম্বাবুয়ের। এরপর সপ্তম ওভারে এসে তাসকিন ফেরান আরও দুই ব্যাটারকে। তাতেই শেষ জিম্বাবুয়ের ব্যাটিং শক্তি।

সম্পর্কিত খবর