ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে জোসেফ, হেটমায়ার

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে জোসেফ, হেটমায়ার

সবশেষ টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে জায়গা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। সেই হতাশা এবার শিরোপা জয়ে ভুলতে চায় ক্যারিবিয়রা। যেই লক্ষ্যে ১৫ সদস্যের শক্তিশালী দলও ঘোষণা করেছে এই ফরম্যাটে দুইবারের বিশ্বকাপ জয়ীরা। যেই দলে জায়গা হয়েছে অস্ট্রেলিয়ায় ইতিহাস লেখা শামার জোসেফের। দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ তরুণ শিমরন হেটমায়ারকেও।

প্রথমবারের মতো ২০টি দল নিয়ে বসতে টি-টোয়েন্টির বিশ্ব আসর। যা যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে এমন আয়োজনটা তাই স্মরণীয়ই করে রাখতে চায় দলটি। আর সেই লক্ষ্যেই দেশটির পরীক্ষিত ক্রিকেটাররা এক হয়েছেন। দেশের হয়ে আরও একবার মাঠে নামার ঘোষণা দিয়েছেন। যাদের দলেও রেখেছে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকরা।

দল থেকে বাদ পড়া শিমরন হেটমায়ারকে ফেরানো হয়েছে বিশ্বকাপের মঞ্চে। দলে জায়গা হয়েছে নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল ও রোমারিও শেফার্ডের মতো তারকা ক্রিকেটারদের। যেই দলের নেতৃত্বে থাকবেন রোভম্যান পাওয়েল।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ, জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেইন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

সম্পর্কিত খবর