হারের কারণ হিসেবে ব্যাটিংকে দুষলেন হার্দিক
শুক্রবার রাতে নিজেদের মাঠ ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্সে বিপক্ষে হারার মাধ্যমে চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে-অফের আশা প্রায় ভেস্তে গিয়েছে বলা যায়। এই হারের মুখ্য কারণ হিসেবে মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া তাদের ব্যাটিং বিভাগকে দায়ী করেছেন। মূলত ব্যাটিং-বান্ধব পরিস্থিতি না তৈরি করতে পারার ফলেই ঘরের মাঠে তাদের এই ভরাডুবি হয়েছে বলে মত প্রকাশ করলেন তিনি।
ওয়াংখেড়ের উইকেটে এদিন কলকাতাকে ১৬৯ রানে আটকে দেয় স্বাগতিকরা। এমনকি এক বল বাকি থাকতেই সবকটি উইকেট শিকার করেন মুম্বাইয়ের বোলাররা। মুম্বাইয়ের পিচে এই রান টপকানোকে শুরুতে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেননি হার্দিকরা।
কিন্তু মিচেল স্টার্কের আগুনে বোলিং হার্দিক পান্ডিয়ার এই ধারণাকে ভুল প্রমাণ করেছে। এই রান তাড়া করতে গিয়ে যে ২৪ রান বাকি থাকতেই নিজেরা আটকিয়ে যাবে সে কথা ভাবেনি মুম্বাই।
ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে হার্দিক উল্লেখ করে বলেছেন নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথা। ব্যাটাররা হতাশ করেছে। তিনি বলেন, ‘স্পষ্টতই ব্যাটিং ইনিংসে আমরা জুটি গড়তে পারিনি এবং উইকেট হারাতে থাকি। টি-টোয়েন্টিতে আপনি যদি এভাবে উইকেট হারাতে থাকেন তবে এটির ফল ভোগ করতে হবে। আপাতত এর বেশি কিছু বলার নেই।‘
তবে বোলাররা নিজেদের দায়িত্ব ঠিকভাবেই পালন করেছেন বলে মনে করেন তিনি, ‘আমি মনে করি বোলাররা দুর্দান্ত কাজ করেছে। প্রথম ইনিংসের পরে উইকেটের কিছুটা পরিবর্তন হয়েছে এবং শিশির পড়েছিল। দেখতে হবে আমরা আরও কী ভাল করতে পারতাম। এই চ্যালেঞ্জগুলো জীবনেরই অংশ, কিন্তু এগুলো আমাদের শুধরাতে হবে।‘
১১ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের নবম স্থানে আছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমে তাদের প্লে-অফে জায়গা করে নেওয়ার আর সম্ভাবনা নেই বললেই চলে।