কোরি অ্যান্ডারসনকে রেখেই যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল ঘোষণা

কোরি অ্যান্ডারসনকে রেখেই যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল ঘোষণা

এই প্রথমবারের মতো আইসিসির (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) কোনো বৈশ্বিক টুর্নামেন্টের মূলপর্বে অংশ নিতে চলেছে যুক্তরাষ্ট্র। এতে অবশ্য তাদের কোনো কাঠখড় পোড়াতে হয়নি। ছিল না কোয়ালিফাইয়ের বাঁধাও। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সহ-আয়োজক দেশ হওয়ার সুবাদেই এই সুযোগ এসেছে দেশটির পুরুষ ক্রিকেট দলের। এবার তারা প্রথমবারের মতো ঘোষণা করলো তাদের বিশ্বকাপ দল। 

গত ১২ এপ্রিল বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে কানাডা বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে এসে যুক্তরাষ্ট্র জাতীয় দলে অভিষেক হয় সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার কোরি অ্যান্ডারসনের। নিউজিল্যান্ডের হয়ে ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত খেলেছেন এই বাঁহাতি ব্যাটিং অলরাউন্ডার। যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলেও তার জায়গা অনেকটা অনুমেয়ই ছিল। তাকে রেখেই গতকাল (শুক্রবার) নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগ্রামের এক পোস্টে ১৫ সদস্যের দল ঘোষণা করে যুক্তরাষ্ট্র। 

দলটির নেতৃত্বে থাকবেন মোনাঙ্ক প্যাটেল। সবশেষ কানাডার বিপক্ষে সিরিজেও তার হাতেই ছিল নেতৃত্ব। মূল দলের বাইরে রিজার্ভ হিসেবে আছেন আরও তিন ক্রিকেটার। গজানন্দ সিং, জুনোয় ড্রাইসড্যাল এবং ইয়াসির মোহাম্মদ। 

এদিকে ভারতের অনূর্ধ্ব-১৯ ও আইপিএল খেলা হারমিত সিং আছে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলটিতে। এছাড়াও আরেক ভারতীয় ক্রিকেটার মিলিন্দ কুমারও আছেন দলটিতে। তিনি খেলেছেন রঞ্জি ট্রফিতে। এই দুই ভারতীয় ক্রিকেটারের যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয় কোরি অ্যান্ডারসনের সঙ্গে গত মাসের কানাডা সিরিজ দিয়ে। 

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহ-অধিনায়ক), আড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলি খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নিতিশ কুমার, নসথুশ কেনজিগি, সৌরভ নেত্রাভালকার, শেডলি ফন শলকউইক, স্টিভেন টেইলর, শায়ান জাহাঙ্গীর।

রিজার্ভ: গজানন্দ সিং, জুনোয় ড্রাইসড্যাল, ইয়াসির মোহাম্মদ। 

সম্পর্কিত খবর