অভিষিক্ত তানজিদের ছন্দে মুগ্ধ অধিনায়ক শান্ত
গত বছরের আগস্টেই ওয়ানডেতে অভিষেক হয় তানজিম হাসান তামিমের। ইতিমধ্যে খেলে ফেলেছেন ১৫টি ম্যাচও। তবে অপেক্ষায় ছিলেন সাদা বলের আরেক ফরম্যাট টি-টোয়েন্টি অভিষেকে। আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতিমূলক সিরিজ দিয়ে সেই অপেক্ষার অবসান হলো এই ২৩ বছর বয়সী তরুণ ক্রিকেটারের। গতকালের সিরিজের প্রথম ম্যাচেই পেলেন একাদশে সুযোগ এবং তাতেই বাজিমাত।
বৃষ্টির একের পর এক বাঁধা উপেক্ষা করেও পিচে সময় নিয়ে থিতু হয়েছেন তানজিদ। দলকে জয়ের বন্দরে পৌঁছিয়েই ছেড়েছেন মাঠ। অপরাজিত ছিলেন ৪৭ বলে ৬৭ রানে। অভিষেকেই দারুণ এই ইনিংসকে স্বাভাবিকভাবেই দীর্ঘদিন মনে রাখবেন এই বাঁহাতি ব্যাটার। ম্যাচ শেষে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও তাই প্রশংসায় ভাসালেন তানজিদের ইনিংসটিকে।
জিম্বাবুয়েকে ১২৪ রানে থামিয়ে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচ শেষে আলাদা করে ব্যাটারদের বন্দনায় মাতেন শান্ত। তিনি বলেন, ‘তানজিদ যেভাবে ব্যাট করেছে তা আমাদের দলকে সত্যিই সাহায্য করেছে। আশা করি সে ফর্মটা ধরে রাখতে পারবে।’
ম্যাচের একের পর এক বৃষ্টির বাঁধা নিয়ে শান্ত বলেন, ‘এটা (বৃষ্টির বাঁধা) কঠিন তবে এসব তো আর আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তবে নিজেদের প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করতে পাড়ি এবং চেষ্টা চালিয়ে যাই।’
শেষ দিকে এসে ১৮ বলে ৩৩ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। সাধারণত নিজের মারকুটে চরিত্র ধরে রেখে এই ডানহাতি ব্যাটারের ইনিংসও দলের জয়ে ভূমিকা রেখেছে বলে জানান শান্ত।