কোরি অ্যান্ডারসন এখন দুই দেশের বিশ্বকাপ দলের ক্রিকেটার
৩৬ বলে সেঞ্চুরি করে, ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন নিউজিল্যান্ডের জার্সিতে। তাদের হয়েই ২০১৫ এর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলেছেন। ২০১৪ এবং ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন একাদশের নিয়মিত মুখ। সেই কোরি অ্যান্ডারসন এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন আমেরিকার হয়ে।
একটা সময় আইপিএলে তার ডিমান্ড ছিলো বেশ। এখনও খেলে চলেছেন বিশব্যাশের মতো টুর্নামেন্টে। ফ্রাঞ্চাইজি লিগের নিয়মিত মুখ বাঁহাতি এই অলরাউন্ডার।
আমেরিকার হয়ে তার ক্যারিয়ারের বয়স মাত্র তিন সপ্তাহ হলেও, এই প্রক্রিয়া শুরু হয়েছিলো অনেক আগেই। আইসিসির নিয়মানুযায়ী টেস্ট প্লেয়িং নেশন থেকে নন টেস্ট প্লেয়িংয়ের জার্সিতে নামলে হলে সে দেশে থাকতে হবে তিন বছর। কোরিও করেছেন তাই। ২০১৮ সালে অর্থাৎ সাড়ে পাঁচ বছর আগেই কিউইদের জার্সিতে সবশেষ মাঠে নামা। আর আমেরিকার হয়ে অভিষেক ২০২৪ এর এপ্রিলে।
অনুমিতভাবেই জায়গা করে নিয়েছেন স্বাগতিকদের বিশ্বকাপ দলে। অবশ্য দলটার হয়ে দুইটা আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হয়ে গেছে কোরির। একটায় করেছেন ৫৫ রান, অন্যটিতে ২৮।
২০১২ থেকে ২০১৮ এই সময়ে নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন ১৩ টেস্ট, ৪৯ ওয়ানডে আর ৩৩ টি-টোয়েন্টি। টেস্টে আছে ৬৮৩ রান। ওয়ানডেতে ১১০৯ রা আর টি-টোয়েন্টিতে ৫৬৮। ওয়ানডেতে ৬০ উইকেটের পাশাপাশি টি-টোয়েন্টি আর টেস্ট মিলিয়ে ৩০ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে আছে দুইটা সেঞ্চুরি। একটা আবার ৩৬ বলে, যেটা এখনও দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির তালিকায় আছে দুইয়ে।