শান্তদের লক্ষ্য এবার সিরিজ ব্যবধান বাড়ানোর

শান্তদের লক্ষ্য এবার সিরিজ ব্যবধান বাড়ানোর

ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা ব্যাটে-বলে দারুণভাবে শুরু করেছে বাংলাদেশ। সফরকারীদের ১২৪ রানে থামিয়ে ৮ উইকেটের বড় জয়ে পাঁচ ম্যাচের সিরিজটিতে ১-০ ব্যবধানে এগিয়ে নাজমুল হোসেন শান্তর। এতে আজকে (রোববার) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের ধারা বজায় রেখেই সিরিজে ব্যবধান বাড়ানোতেই নজর রাখবে স্বাগতিকরা। 

আগের ম্যাচে ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। 

এর আগে দুই দলের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখিতে ২০২২ সালে ঘরের মাটিতেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটিতে ২-১ ব্যবধানে হেরেছিল। সেই স্মৃতি ছাপিয়ে এবার তাই সিরিজের শুরুর আধিপত্য ধরে চট্টগ্রামেই সিরিজ জিতে নিতে চাইবে শান্ত-তাসকিনরা। আগামী ৭ মে সিরিজের তৃতীয় ম্যাচটিও এই চট্টগ্রামের মাঠেই। পরে দুই ম্যাচ ঢাকায়। 

আগের ম্যাচে বোলাররা ছিলেন দারুণ ছন্দে। বিশেষ করে দুই পেসার তাসকিন ও সাইফ উদ্দিন মিলে তুলেছেন ছয় উইকেট। প্রায় ১৮ মাস পর জাতীয় দলেই ফিরেই তিন উইকেট নিয়ে ফেরাটা রাঙিয়ে রাখেন সাইফ উদ্দিন। পরে শুরুতে ওপেনিংয়ে নামা লিটন দাস ব্যর্থ হলেও তানজিদ-শান্ত-হৃদয়ের দৃঢ়তায় সহজেই লক্ষ্যে পৌঁছে যায় জয়ের বন্দরে। এতে আগের ম্যাচের জয়ী একাদশ নিয়েই আজকের ম্যাচে নামতে পারে বাংলাদেশ। 

সম্পর্কিত খবর