নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, বি গ্রুপে বাংলাদেশ
চলতি বছর নারী টি-টোয়েন্টির বিশ্ব আসর বসবে বাংলাদেশের মাটিতে। যা মাঠে গড়াবে আগামী ৩ অক্টোবর। আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামবে আয়োজক বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হবে কোয়ালিফায়ার থেকে উঠে আসা দল। এবারের বিশ্বকাপে মোট ১০টি দল অংশ নেবে। যাকে দুটি গ্রুপে ভাগ করেছে আইসিসি। বাংলাদেশ পড়েছে বি গ্রুপে।
এ গ্রুপে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও কোয়ালিফায়ার ১। অন্যদিকে গ্রুপ বি তে বাংলাদেশের সঙ্গে আছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার ২।
গ্রুপপর্বে রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল মুখোমুখি হবে প্রতিটি দলের। অর্থাৎ গ্রুপপর্বে ৪টি ম্যাচ খেলবে প্রতিটি দল। সেখান থেকে সরাসরি সেমিফাইনালে পা রাখবে দুটি দল। যা মাঠে গড়াবে আগামী ১৭ ও ১৮ অক্টোবর। এরপর ২০ অক্টোবর ঢাকায় ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের।
সব মিলিয়ে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ হবে মোট ২৩টি। যা চলবে ১৯ দিন ব্যাপী। অবশ্য সেই সংখ্যাটা বেড়ে যেতে পারে বৃষ্টি হলে। কেননা, সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের সুযোগ রেখেছে আইসিসি। যেই ম্যাচগুলো হবে বিকেএসপিতে। এরপর বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে মিরপুর হোম অব ক্রিকেট ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড ২’তে। তবে, বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশের ম্যাচের সূচি
তারিখ | প্রতিপক্ষ | সময় | ভেন্যু |
৩ অক্টোবর | কোয়ালিফায়ার-২ | সন্ধ্যা ৭টা | মিরপুর |
৫ অক্টোবর | ইংল্যান্ড | সন্ধ্যা ৭টা | মিরপুর |
৯ অক্টোবর | ওয়েস্ট ইন্ডিজ | বিকেল ৩টা | মিরপুর |
১২ অক্টোবর | দক্ষিণ আফ্রিকা | সন্ধ্যা ৭টা | মিরপুর |