আইপিএলের সময়ে পিএসএল আয়োজন করতে চায় পিসিবি 

আইপিএলের সময়ে পিএসএল আয়োজন করতে চায় পিসিবি 

সামনে আসছে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টগুলোর ব্যস্ত সূচি। আগামী জুনের শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। পরে অক্টোবর বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বছর শেষে ২০২৫ এর শুরুতেও আরও এক আইসিসির টুর্নামেন্ট, চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তানে সম্ভাব্য ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। এতেই নিজেদের ঘরোয়া ফ্রাঞ্চাইজি লিগ পিএসএলের (পাকিস্তান সুপার লিগ) সূচিতে পরিবর্তন আনতে হবে দেশটির ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। 

সাধারণত বছরের শুরুতে জানুয়ারি-ফেব্রুয়ারিতে পিএসএল আয়োজন করে পিসিবি। তবে সেই সময়ে চ্যাম্পিয়নস ট্রফির সূচি থাকায় পিএসএলের ২০২৫ সালের আসরের সূচি সরিয়ে এপ্রিল-মে মাসের দিকে নিতে চায় তারা। এমনকি প্রাথমিকভাবে ৭ এপ্রিল থেকে ২০ এপ্রিলের সম্ভাব্য সূচি হিসেবেও ধরে রেখেছে পিসিবি। 

এদিকে মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রতিবছর সূচি থাকে বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলের। এতে আইপিএলের সূচির সঙ্গে মিলে যেতে পারে পিএসএলের সূচি। এমন সাংঘর্ষিক সূচিতে সেসময়ই পিএসএল আয়োজন করতে চায় পিসিবি। এমনকি সেই সময়কেই পিএসএলের নিয়মিত সূচি হিসেবে স্থায়ী করতে চায় তারা। 

এমন সময়কে বেছে নেওয়ার পেছনে অবশ্য আরও কিছু কারণ দেখিয়েছে পিসিবি। বছরের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি সময়টায় বিগ ব্যাশ, এসএ টোয়েন্টি, বিপিএল, আবু ধাবি টি-টেন লিগ, আইএল, এলপিএলসহ বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি লিগ চলে। যেখানে খেলোয়াড়দের উপস্থিতি নিয়ে দাঁড়ায় শঙ্কা। এতেই ব্যস্ত এই সূচি থেকে সরে আসতে চায় পিসিবি। এছাড়াও আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে থাকবে রমজান মাস। সব মিলিয়ে নতুন এই সূচির দিয়েই নজর তাদের। 

 

সম্পর্কিত খবর