দেশে ফিরছেন পাথিরানা, বড় বিপদে চেন্নাই

দেশে ফিরছেন পাথিরানা, বড় বিপদে চেন্নাই

এক ম্যাচ আগেই চেন্নাইকে বিদায় বলে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। এবার দেশে ফিরতে হচ্ছে দলটির আরেক তারকা পেসার মাতিশা পাথিরানাকেও। হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে নিজ দেশ শ্রীলঙ্কায় চলে যাচ্ছেন তিনি। বিশ্বকাপের আগে তার এমন দেশে ফেরার অর্থ, এই আইপিএলে আর ফেরা হচ্ছে না তার। যদিও পাথিরানার না ফেরার বিষয়ে এখনও কিছু জানায়নি ফ্র্যাঞ্চাইজটি।

পাথিরানাকে অবশ্য দ্রুত চোট থেকে সারাতেই দেশে পাঠিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। কেননা, মুস্তাফিজ চলে যাওয়ায় পেস বিভাগে তিনিই যে দলের প্রধান ভরসার নাম। তাছাড়া এবারের আইপিএলে পাথিরানার ফর্মটাও ছিল দুর্দান্ত। রান বন্যার আইপিএলে ৬ ম্যাচে ৭. ৬৮ ইকোনমিতে ১৩ উইকেট নিয়েছেন তিনি। ডেথ ওভারে হয়ে উঠেছিলেন দলের প্রধান অস্ত্র।

এদিকে প্লে অফের দৌড়ে আছে চেন্নাই। অবস্থান পয়েন্ট টেবিলের ৫ নম্বরে। সামনের ম্যাচগুলোতেই তাই জয়ের বিকল্প নেই দলটির। এমন যখন পরিস্থিতি তখন মুস্তাফিজের পর পাথিরানাকে হারিয়ে বেশ বড় বিপদেই পড়ে গেছে ফ্র্যাঞ্চাইজিটি। পাথিরানার দেশে ফেরত যাওয়া নিয়ে এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

যেখানে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ‘চেন্নাই সুপার কিংসের পেসার পাথিরানা হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। চোট পুরোপুরি পুনরুদ্ধারের জন্য শ্রীলঙ্কায় ফিরবেন তিনি।’ নিজ দেশে ফিরে যাওয়ার কথা বলা হলেও জানানো হয়নি কবে নাগাত চেন্নাইয়ে ফিরতে পারেন পাথিরানা। যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে এমন চোট প্রবণ পাথিরানার হয়তো এবারের আইপিএলে না ফেরার সম্ভাবনাই বেশি।

সম্পর্কিত খবর