টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। ১২৪ রানে আটকে রাখার পর তাদের ছুঁড়ে দেওয়া এই লক্ষ্য স্বাগতিকরা টপকে যায় ২৮ বল হাতে রেখেই। 

এরপর আজ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি দুই দল। এই ম্যাচেও শুরুতে বোলিংই করছে বাংলাদেশ। টস জিতেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিয়েছেন বোলিংয়ের সিদ্ধান্ত।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেশ সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনেই জানিয়েছিলেন, পরীক্ষা নিরীক্ষার চেয়ে সিরিজ জয়েই বেশ আগ্রহী তিনি। তার ছাপ মিলল দ্বিতীয় ম্যাচের দলে। প্রথম ম্যাচে উইনিং কম্বিনেশনই ধরে রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আজ একাদশে আসেনি একটি পরিবর্তনও।

বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সম্পর্কিত খবর