স্কুল শিক্ষার্থীদের বিশ্বকাপ দেখাতে যে উদ্যোগ নিচ্ছে বিসিবি

স্কুল শিক্ষার্থীদের বিশ্বকাপ দেখাতে যে উদ্যোগ নিচ্ছে বিসিবি

আসছে অক্টোবরে বাংলাদেশের মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। নারী টি-টোয়েন্টির সর্বোচ্চ এই আসরে স্কুল শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেজন্যে বিশেষ উদ্যোগও নিতে যাচ্ছে বিসিবি, জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন।

স্কুলপড়ুয়াদের জন্য বিশ্বকাপে বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করা যায় কি না, তা নিয়ে প্রশ্ন ধেয়ে গিয়েছিল বিসিবি সভাপতির কাছে। তার জবাবে পাপন বলেন, ‘ফ্রি টিকেট এখন বলা মুশকিল। তবে আমরা চেষ্টা করব। ফ্রি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে বোর্ড নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে মাঠে আনার জন্য। সেটার জন্যে যদি পেমেন্ট করতে হয়, বোর্ড করবে, ওদের পক্ষ থেকে পেমেন্ট করতে হবে না।  বিশ্বকাপের কোনো টিকিটই কিন্তু ফ্রি না, এই মেসেজটা আমি সবার জন্যেই বলছি।’

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ আয়োজন করবে দুই শহরের তিন মাঠে। প্রস্তুতি ম্যাচসহ হিসেবে আনলে যোগ হবে বিকেএসপির দুই মাঠও। তবে মাঠ ৫টা হলেও শহর আটকে রইল দুটোতেই।

কেন দুইয়ের বেশি শহরে খেলা হচ্ছে না, সে প্রশ্নের জবাবে পাপনের ব্যাখ্যা, ‘কেন দুইটা ভেন্যু, তার এক্স্যাক্ট কারণটা আমি জানি না। পসিবল যতগুলো ভেন্যু ছিল, সব দেখে ওনারা মনে করেছে এই দুই ভেন্যুতেই সবচেয়ে ভালো হয়। শুধু বাংলাদেশের ব্যাপার নয়, আইসিসিও আছে, আমাদের বোর্ডও আছে। তো আমার মনে হয় বেস্ট পসিবল অপশন যা ছিল, তাই চুজ করেছে। অন্য জায়গায় হলেও যে তা ঠিক, ছড়িয়ে যেত।’

সম্পর্কিত খবর