৪২ রানে অর্ধেক ইনিংস হাওয়া জিম্বাবুয়ের

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৬:৫৯ পিএম | ০৫ মে, ২০২৪

জিম্বাবুয়ের কিছুটা ‘উন্নতিই’ হয়েছে বটে। প্রথম ম্যাচে ৪১ রানে ৭ উইকেট খুইয়ে বসেছিল দলটা। আজ ওই রান পেরিয়ে গেছে তিনটি উইকেট কম খুইয়ে। তবে এরপরই অবশ্য পঞ্চম উইকেট খুইয়ে বসেছে দলটা। ফলে ৪২ রান তুলতেই অর্ধেক ইনিংস হাওয়া হয়ে গেছে তাদের।

টস হেরে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে শুরুটা করেছিল শম্ভুকগতির। এরপর তাসকিন আহমেদের প্রথম ওভারেই এলবিডব্লিউর শিকার বনে যান মারুমানি। ৪ বলে ২ রান করেন তিনি। অ্যারাউন্ড দ্য উইকেট থেকে তার করা বলটা মারুমানির প্যাডে লাগলেই এলবিডব্লিউর আবেদন তোলে দল। তবে তাতে সাড়া দেননি আম্পায়ার। যদিও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ।

পাওয়ারপ্লেতে ব্যাট থেকে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি জিম্বাবুয়ে। একটা চার এসেছে তাও লেগ বাই হয়ে। পাওয়ারপ্লে শেষে খোলস ছেড়ে বেরোতে গিয়ে আউট হন জয়লর্ড গাম্বি। সাইফউদ্দিনকে উইকেট দিয়ে তিনি ফেরেন ৩০ বলে ১৭ রান করে। 

এরপর ১০ম ওভারে আক্রমণে আসেন রিশাদ হোসেন। প্রথম বলে সিকান্দার রাজা, আর ক্লাইভ মাদান্দেকে সাজঘরে ফেরান তৃতীয় বলে। ৩৬ রান তুলতে ৪ উইকেট চলে যায় জিম্বাবুয়ের। ১০ ওভার শেষ করে ৩৮ রান তুলে। প্রথম ম্যাচে এই পর্যায়ে জিম্বাবুয়ে তুলেছিল ৪৯ রান, যদিও ৭ উইকেট খুইয়ে।

১১তম ওভারের দ্বিতীয় বলেই আরও এক উইকেট চলে যায় জিম্বাবুয়ের। শেখ মাহেদির বলে রিভার্স সুইপ করতে গিয়ে ডিপ এক্সট্রা কভারে ক্যাচ দেন ক্রেইগ আরভিন। ৪২ রানে ৫ উইকেট অর্ধেক ইনিংস হারিয়ে বসে সফরকারীরা। 

খেলার দুনিয়া | ফলো করুন :