মুস্তাফিজ-পাথিরানাকে ছাড়াই জিতল চেন্নাই
মুস্তাফিজুর রহমানের পর দলের আরেক তারকা পেসার মাতিশা পাথিরানা ছিলেন না এ ম্যাচে। সব মিলিয়ে বড় বিপদেই পড়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। চেন্নাইকে ম্যাচ জেতাতে স্বাভাবিকভাবেই বাড়তি দায়িত্ব নিতে হতো দলের বাকি বোলারদের। সেই দায়িত্বটা ভালোই নিয়েছেন রবীন্দ্র জাদেজা।
দারুণ ব্যাটিংয়ের পর পাঞ্জাব কিংসের বিপক্ষে কিপটে বোলিংয়ে ২০ রান খরচায় ৩ উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন ২৮ রানের ব্যবধানে। আর তাতে পয়েন্ট টেবিলেও দুই ধাপ এগিয়েছে চেন্নাই। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে উঠে এসেছে তালিকার তিন নম্বরে।
এদিন শুরুতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেটা ভালোই কাটিয়েছে চেন্নাই। শুরুর ৭.১ ওভারে স্কোরবোর্ডে ৬৯ রান তুলে হারিয়েছে ২ উইকেট। এরপর তো নিয়মিত বিরতিতেই উইকেট খুইয়েছে চেন্নাই। ইনিংসের মাঝ পথে হঠাৎই রানে লাগাম টানে পাঞ্জাব। তবে দলকে দায়িত্ব নিয়ে টেনে তুলেছেন জাদেজা। ২৬ বলে করেছেন ৪৩ রান। তবে জাদেজা ফেরার পরপরই শুরু হয় চেন্নাইয়ের ব্যাটিং ধস। নির্ধারিত ওভারে ৯ উইকেট খরচায় ১৬৭ রানে থামে চেন্নাইয়ের ইনিংস। তিনটি করে উইকেট নেন রাহুল চাহার ও হার্শাল প্যাটেল।
জবাব দিতে নেমে ৯ রানেই ২ উইকেট হারায় পাঞ্জাব। সেখান থেকে দলকে টেনে তুলেন শশাঙ্ক সিং। এরপর তিনি ফিরলে শুরু হয় পাঞ্জাবের ব্যাটিং ধস। দায়িত্ব নিতে পারেনি দলটির কোনো ব্যাটার। টপ অর্ডারের পর মিডল অর্ডার ব্যর্থ হলে শেষ দিকে হারের ব্যবধান কমান টেলেন্ডাররা। পাঞ্জাবের ইনিংস থামে ৯ উইকেটে ১৩৯ রানে।