সম্মান বাঁচাতে ডাচদের বিপক্ষে শ্রীলঙ্কা
ওয়ানডেতে শেষ পাঁচ দেখায় সবকটিতেই জিতেছে লঙ্কানরা। তবে এবারে বিশ্বকাপ আসরে তিন ম্যাচের তিনটিতেই হেরে পয়েন্ট টেবিলের একদম তলানিতে আছে কুশল মেন্ডিসের দল। অন্যদিকে ডাচরা আছে তালিকার ৮ম অবস্থানে।
দু’দলেরই সেমিফাইনালে উঠার সম্ভাবনা ক্ষীণ, তারপরও লড়াই চালিয়ে যাওয়ার মনোভাব এবং সাহস রয়েছে তাদের। আজ (শনিবার) বাংলাদেশ সময় ১১ টায় লক্ষ্ণৌতে মুখোমুখি হচ্ছে এই দুই দল।
চাপটা বেশি লঙ্কানদেরই। কারণ ভালো খেলেও এখন পর্যন্ত পায়নি জয়ের দেখা। আজ হারলে তাই সেমিতে খেলার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে যাবে তাদের।
কোনো ইনজুরি সমস্যা না থাকায় আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই আজ মাঠে নামতে পারে স্কট এডওয়ার্ডসরা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর হালকা শঙ্কা রয়েছে লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিস। শেষ পর্যন্ত ফিট হয়ে না উঠলে তার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে দিমুথ করুনারত্নেকে।