‘কেবল বিশ্বকাপ জয়ীদেরই মনে রাখা হয়’

‘কেবল বিশ্বকাপ জয়ীদেরই মনে রাখা হয়’

গত বছরের নভেম্বরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন ইমাদ ওয়াসিম। তার মতোই অবসর ঘোষণা করেছিলেন মোহাম্মদ আমির। তবে নতুন বোর্ড প্রধান আসার পর দু’জনেই সিদ্ধান্ত বদলেছেন। ফিরেছেন ক্রিকেটে। সবঠিক থাকলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও থাকবেন দু’জনে। যা হতে পারে নিজেদের শেষ বিশ্বকাপ। আর এই শেষটা ট্রফি জিতেই রাঙিয়ে রাখতে চান ইমাদ। কেননা, কেবল বিশ্বকাপ জয়ীদেরই যে মনে রাখে মানুষ।

সবশেষ আসরেও ফাইনাল খেলেছে পাকিস্তান। এর আগের আসরেও খেলেছিল সেমিফাইনাল। তবে সে সব দিন শেষে ভালো অর্জন হলেও মানুষ মনে রাখে বিশ্বকাপজয়ীদের। এই যেমন যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা গায়ে মেখে বিশ্বকাপে নামবে ইংল্যান্ড। রানার্সআপ হওয়ায় যেই সুযোগ নেই পাকিস্তানের। আর সে কারণেই বিশ্বকাপ জয়কেই লক্ষ্য হিসেবে ঠিক করেছেন ইমাদ।

আমির ও তার নিজের অবসর ভেঙে ফেরা সম্পর্ককে জানাতে গিয়ে ইমাদ বলেন, ‘মোহাম্মদ আমির এবং আমি আন্তর্জাতিক ক্রিকেটে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে ফিরে এসেছি; তা হল টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা। ফাইনাল বা এমনকি সেমিফাইনালে পৌঁছানোও একটি বিশাল অর্জন, সন্দেহ নেই। কিন্তু দুর্ভাগ্যবশত, হেরে যাওয়া ফাইনালিস্ট দলকে মনে রাখা হয় না, শুধু চ্যাম্পিয়ন দলের কথাই মনে রাখা হয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি একত্রিত হই এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলি, তবে কোন দলই আমাদের হারাতে পারবে না।’

মূলত স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে খেলে থাকেন ইমাদ। তবে বিশ্বকাপে দলের প্রয়োজনে যে কোনো ভূমিকা নিতে আগ্রহী তিনি। বলেন, ‘আমি যে কোনও ভূমিকার জন্য প্রস্তুতি নিচ্ছি। বোলিংয়ে ওপেন করা বা মিডল ওভারে অপারেটিং করা, আমার কোথাও কোনো সমস্যা নয়। তবে বিশ্বকাপের আগে যদি ভূমিকা পরিষ্কার হয়ে যায়, তাহলে দলের জন্য ভালো হবে।’

সম্পর্কিত খবর