বিশ্বকাপ জিতলে ১ কোটি টাকা করে পাবেন বাবররা
খুব বেশি সময় হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান চেয়ারে বসেছেন মহসিন নাকভি। তবে এই সময়ের মধ্যেই একের পর এক চমক দেখাচ্ছেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য পেতে দলে ফিরিয়েছেন অবসর নেওয়া মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে। এরপর সাদা বলে কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কারস্টেনকে। এবার ক্রিকেটারদেরকেও উজ্জীবিত করতে লোভনীয় পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে দলের প্রতিটি ক্রিকেটারকে ১ লাখ ডলার করে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন নাকভি। বিশ্বকাপ জিতলে প্রত্যেক ক্রিকেটারকে ১ লাখ ডলার করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বাংলাদেশি টাকার অংকে যা ১ কোটি টাকারও বেশি। অর্থাৎ দেশকে বিশ্বকাপ এনে দিলে বাবার আজমরা প্রত্যেকেই পাবেন এক কোটি টাকারও বেশি।
ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে নাকভি বলেন, ‘জয় তোমার হবে, পরাজয় আমার হবে। বাহ্যিক চাপে কর্ণপাত করবেন না, শুধুমাত্র পাকিস্তানকে গর্বিত করতে খেলুন। জাতির আপনাদের কাছ থেকে উচ্চ প্রত্যাশা রয়েছে। কাজেই পাকিস্তানের জয়ের তুলনায় আপনাদের ব্যক্তিগত সাফল্যের পরিমাণ নগণ্য।’
আগামী ২ জুন মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি সারবে পাকিস্তান। যা শুরু হবে আগামী ১০ মে থেকে।