নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দুই দল শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দুই দল শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড 

বাংলাদেশের মাটিতে শুরু হতে যাওয়া এ বছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি গতকাল ঘোষণা করেছে  আইসিসি। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে আট দলের জায়গা আগেই নিশ্চিত হয়েছিল। এবার বাছাইপর্ব থেকে এলো শেষ দুটি দল। আবুধাবিতে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে সেমির বাঁধা পেরিয়ে ফাইনালে উঠেছে স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা। এই দুটি দলই জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের মূলপর্বে। 

১০ দল নিয়ে শুরু হওয়া বাছাইপর্বের গ্রুপ পর্ব শেষে সেমিতে পৌঁছায় শ্রীলঙ্কা, আরব আমিরাত, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। সেখানে প্রথম সেমিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে সহজ জয়ে ফাইনালে পৌঁছায় স্কটল্যান্ড। অপরদিকে দিনের আরেক ম্যাচে দ্বিতীয় সেমিতে স্বাগতিক আরব আমিরাতকে ১৫ রানে হারিয়েছে লঙ্কান মেয়েরা। আগামীকাল বাছাইপর্বের ফাইনালে নামবে দল দুটি। 

মূলপর্ব নিশ্চিত হলেও দল দুটি কে কোন গ্রুপে খেলবে তা নিশ্চিত হবে ফাইনাল ম্যাচের ফলাফলের ওপর। ফাইনালে যারা জিতবে তারা খেলবে গ্রুপ ‘এ’-তে, যেখানে আগে থেকেই আছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তান। এদিকে বাছাইপর্বের রানার্স-আপ দল খেলবে গ্রুপ ‘বি’-তে। যেখানে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। 

আগামী ৩ অক্টোবর থেকে শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে ১৮ দিন। ২০ অক্টোবর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায়। 

সম্পর্কিত খবর