দলের ব্যাটিংয়ে আরও উন্নতি চান শান্ত
সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল (রোববার) জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। আগের ম্যাচেও স্বাগতিকরা রান তাড়ায় পেয়েছিল ৮ উইকেটের জয়। এতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল। এ ম্যাচেও বোলাররা ছিলেন ছন্দে। ব্যাটাররাও দেখিয়েছেন দলীয় নৈপুণ্য। আগের দিনে ওপেনিং জুটি ব্যর্থতা কাটিয়ে গতকালের ম্যাচে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। শেষে এসে মাহমুদউল্লাহ-হৃদয়ের ২৮ বলে ৪৯ রানের ঝোড়ো জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। ব্যাটে-বলে দুইয়েই এদিন কার্যত দলীয় নৈপুণ্যেই দেখিয়েছে তাসকিন-জাকের আলীরা। তবে ব্যাটিংয়ে আর উন্নতির সুযোগ দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল আগে ব্যাট করতে নেমে ৪১ রানেই ৫ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। তবে ব্রিয়ান বেনেট ও অভিষিক্ত জোনাথন ক্যাম্পবেলের ৭৩ রানের সময় উপযোগী জুটিতে শেষ পর্যন্ত ১৩৮ রানের লড়াকু পুঁজি পায় সফরকারীরা। পরে সেই লক্ষ্য ৯ বল ও ৬ উইকেট হাতে রেখেই তুলে নেয় বাংলাদেশ।
বল হাতে এদিনও ছন্দে ছিলেন তাসকিন-রিশাদরা। তাই তাদের আলাদা করে কৃতিত্ব দিতে ভোলেননি শান্ত। তবে ব্যাটিংয়ে আরও উন্নতির জায়গা দেখছেন তিনি। ম্যাচশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘প্রথমত বোলাররা খুবই ভালো করেছে। তবে যেমনটা আগেও বলেছি বৃষ্টির নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই এবং ব্যাটারদের জন্য কাজটা সহজ ছিল না। মূলত সেসব বিষয় আমাদের সামলাতে হবে। এমন অনেক জায়গা আছে (ব্যাটিংয়ে) যেখানে আমরা উন্নতি করতে পারি।’
৪১ রানে যখন জিম্বাবুয়ে ৫ উইকেট হারিয়ে বসে তখন আরও আগেই তাদের ইনিংস শেষ দেখছিল সবাই। তবে আরও একবার মিডল অর্ডারের ব্যাটাররা দেখালেন নৈপুণ্য অভিষিক্ত ক্যাম্পবেলের ৪৫ এবং বেনেটের ৪৪ রান চড়ে মান বাঁচে সফরকারীরা। এতে দলটির মাঝ ইনিংসের এই দুই ব্যাটারের প্রশংসাও করেন শান্ত। তবে সেখানে বোলারদের কোনো দায় দেননি তিনি। ‘ইনিংস মাঝে জিম্বাবুয়ে আসলেই ভালো ব্যাটিং করেছে। তবে আমি আমাদের বোলারদের নিয়ে চিন্তিত নই।
সিরিজের প্রথম ম্যাচে দলীয় ৫ রানেই ফিরেছিলেন ওপেনার লিটন দাস। তবে গতকালের ম্যাচে ওপেনাররা এনে দেন ভালো শুরু। ‘তামিম ও লিটনের ৪০+ (৪১) রানের ওপেনিং জুটিতে ইনিংসে আমাদের ভালো শুরু এনে দিয়েছে। পরে হৃদয় ও রিয়াদ ভাই সেটি শেষ করে আসে। পরের ম্যাচটি দিনের আলোয়, তাই আমাদের সেভাবেই পরিকল্পনা করতে হবে।’