বিশ্বকাপ আয়োজনে সন্ত্রাসী হুমকি, আইসিসির অভয়
প্রথমবারের মতো ২০টি দল নিয়ে সবচেয়ে বড় টি-টোয়েন্টি আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্ট মাঠে গড়ানোর এক মাসও বাকি নেই। আর এই সময়ে এসে সন্ত্রাসী হামলার হুমকির শিকার হয়েছে টুর্নামেন্ট। যা নিয়ে উদ্বিগ্ন যখন দলগুলো; তখন টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলোকে অভয় বার্তা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ও আইসিসি।
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সন্ত্রাসী হামলার হুমকি নিয়ে ত্রিনিদাদের ডেইলি এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রো-ইসলামিক স্টেট সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও প্রকাশ করছে। খেলার মাঠে বিভিন্ন সময়ে যে সব নাশকতার ঘটনা ঘটেছে, সেসব যুক্ত করা হয়েছে এই ভিডিওতে। এর মাধ্যমে পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের তাদের লড়াইয়ে যুক্ত হওয়ার প্রস্তাবও দিয়েছে এই জঙ্গি সংগঠন।
আর এই সন্ত্রাসী হামলার হুমকির তথ্য গোয়েন্দারা পেয়েছে, প্রো ইসলামিক স্টেট আফগানিস্তান-পাকিস্তান শাখা, আইএসখোরাসান (আইএস-কে) থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায়।
যা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছিল টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলো। সেই উদ্বেগ দূর করতে এরইমধ্যে বিবৃতি দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। যেখানে বলা হয়েছে, ‘আমরা সমস্ত স্টেকহোল্ডারদের আশ্বস্ত করতে চাই যে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার নিরাপত্তা আমাদের এক নম্বর অগ্রাধিকার। বিশ্বকাপ সামনে রেখে একটি ব্যাপক এবং শক্তিশালী নিরাপত্তা পরিকল্পনা রয়েছে আমাদের।’
সন্ত্রাসী হামলার ব্যাপারে অংশ নেওয়া দলগুলোকেও আশ্বস্ত করেছে আইসিসিও, ‘আমরা আয়োজক দেশ এবং শহরগুলির কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করি। আমাদের ইভেন্টে চিহ্নিত যে কোনও ঝুঁকি কমানোর জন্য উপযুক্ত পরিকল্পনা রয়েছে। এবং তা নিশ্চিত করার জন্য ক্রমাগত বিশ্বব্যাপী ল্যান্ডস্কেপ পর্যবেক্ষণ ও মূল্যায়ন করি।’