বৃষ্টিতে বন্ধ খেলা, বোলিংয়ে বাংলাদেশ

  • নিউজরুম এডিটর
  • ০৩:৫২ পিএম | ০৬ মে, ২০২৪

ভারতের মেয়েদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ এরইমধ্যে হেরে বসেছে বাংলাদেশ। আজ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশের জন্য হয়ে উঠেছে সিরিজে ব্যবধান কমানোর। সঙ্গে হোয়াইটওয়াশ এড়ানোর। সেই লক্ষ্যে টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

একাদশে চার পরিবর্ত নিয়ে শুরুতে বল করতে এসে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই পেয়েছিল সাফল্য। তবে তাতে রানে লাগাম টানা যায়নি। স্মৃতি মান্ধানা ধীরস্থির ব্যাট চালালেও আগ্রাসী ক্রিকেটে দ্রুত রান তুলেছেন হেমলতা। ১৪ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর অধিনায়ক হরমনপ্রীত এসে সঙ্গ দেন মান্ধানাকে। তবে খুব বেশি সময় উইকেটে থাকা হয়নি তাদের। ৫.৫ ওভারে শুরু হয় বৃষ্টি। ২ উইকেট খরচায় দলীয় ৪৮ রানে বন্ধ হয় খেলা।

সিলেটে এদিন সকাল থেকেই বৃষ্টি হয়েছে। আকাশজোড়া মেঘ উড়ে বেড়াচ্ছে। মাঠও কিছুটা ভেজা। আর সে কারণে নির্ধারিত সময়ে গড়ায়নি টস। নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর টস হয়েছে। যেখানে জিতেছে বাংলাদেশ।

সিরিজে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ একাদশে এনেছে চার পরিবর্তন। সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা ও ফাহিমা খাতুন বাদ পড়েছেন। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন স্বর্ণা আক্তার, হাবিবা ইসলাম পিংকি ও রুবেয়া হায়দার ঝিলিক।

এর আগে, সিরিজের প্রথম তিন ম্যাচের কোনোটিতেই ভারতের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি জ্যোতির দল। প্রথম ম্যাচে হেরেছে ৪৪ রানের ব্যবধানে। এরপর দ্বিতীয় ম্যাচে ডিএলএস মেথডে ভারত পেয়েছে ১৯ রানের জয়। সিরিজ বাঁচানোর তৃতীয় ম্যাচে এসে বাংলাদেশের ১১৮ রানের লক্ষ্য ৭ উইকেট হাতে রেখে টপকে গেছে ভারত। বাংলাদেশে জন্য তাই এ ম্যাচে জয় হয়ে দাঁড়িয়েছে সিরিজে ব্যবধান কমানোর সঙ্গে হোয়াইটওয়াশ এড়ানোরও।

ভারত একাদশ: শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, হেমলতা, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, সাজানা, পূজা ভাস্ত্রকার, আশা শোভনা, তিতাস সাধু, রাধা যাদব।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার দোলা, রুবিয়া হায়দার ঝিলিক, মুর্শিদা খাতুন, রাবেয়া, মারুফা আক্তার, শরিফা খাতুন, হাবিবা ইসলাম পিংকি, রিতু মনি, স্বর্ণা আক্তার।

খেলার দুনিয়া | ফলো করুন :