লিস্ট ‘এ’ ক্রিকেটে যেখানে সবাইকে ছাড়িয়ে শীর্ষে রাজা
শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে যেন একাই হারালেন প্রাইম ব্যাংকের রেজাউর রহমান রাজা। উইকেট পতনের শুরুটা করেছিলেন অবশ্য আরেক পেসার হাসান মাহমুদ। তিনি ফিরিয়েছেন দুই ওপেনাররা। পরের বাকি ৮ উইকেটই রাজার নামে। যা তুলতে ৬ ওভার ৩ বলে স্রেফ ২৩ রান খরচ করেছেন এই ডানহাতি পেসার। আর এতেই গেছেন রেকর্ড বনে।
ডিপিএলের (ঢাকা প্রিমিয়ার লিগ) এবারের আসরের শেষ ম্যাচ ডে’তে সাকিব আল হাসানের শেখ জামালের বিপক্ষে ২৭১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায় তামিম ইকবালের প্রাইম ব্যাংক। পরে রাজার পেস তোপে স্রেফ ৭১ রানে গুটিয়ে যায় শেখ জামাল। এতে ১৯৯ রানের বিশাল জয় পায় প্রাইম ব্যাংক।
৬ ওভার ৩ বলে ২৩ রানে ৮ উইকেট। রাজার আজকের ম্যাচের এই বোলিং পরিসংখ্যানটি এখন দেশের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা, ইতিহাসেরই সেরা। এতদিন সেরা বোলিংয়ের খেতাবটি ছিল ইয়াসিন আরাফাতের কাছে। গাজী গ্রুপের হয়ে ২০১৮ সালে আবাহনীর বিপক্ষে ৪০ রান দিয়ে ৮ উইকেট তুলেছিলেন এই ডানহাতি পেসার।
লিস্ট ‘এ’ ক্রিকেটে রাজাসহ এখন পর্যন্ত ১৭ জন বোলার গড়লেন এক ম্যাচে ৮ উইকেট নেওয়ার কীর্তি। যার মধ্যে রাজার আছেন ষষ্ঠ অবস্থানে। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর বিজয় হাজারে ট্রফিতে স্রেফ ১০ রানে ৮ উইকেট নেওয়া ঝাড়খণ্ডের বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিম আছেন সবার ওপরে।