‘গিল ভাগ্যবান যে ওকে রিজার্ভে রাখা হয়েছে’

‘গিল ভাগ্যবান যে ওকে রিজার্ভে রাখা হয়েছে’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতের ১৫ সদস্যের দলে জায়গা হয়নি শুবমান গিলের। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচকদের দুষছেন গিলের ভক্তরা। তার জায়গায় যশস্বী জয়সওয়াল কেন দলে সেই প্রশ্নও করছেন তারা। যা নিয়ে অবশ্য কিছুটা বিরক্ত ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। গিল যে ১৫ সদস্যের বাইরে রিজার্ভ হিসেবে জায়গা পেয়েছেন তাতেই নাকি তার নিজেকে ভাগ্যবান ভাবা উচিত।

গত মৌসুমে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন গিল। জিতেছিলেন অরেঞ্জ ক্যাপ। এবার অবশ্য সেই অর্থে রান পাচ্ছেন না তিনি। যার কারণ হিসেবে ধরা হচ্ছে, হার্দিক পান্ডিয়া গুজরাটের নেতৃত্ব ছেড়ে চলে যাওয়ায় হঠাৎ নেতৃত্ব দিতে হচ্ছে গিলকে। আর তাতেই প্রভাব পড়েছে তার পারফরম্যান্সে। চলতি আইপিএলে এখন পর্যন্ত ১১ ম্যাচে তার রান ৩২২। আর এখানটাতেই শেবাগের আপত্তি। তার মতে, আরও বেশি রান করার দিকে মনোযোগ দেওয়া উচিত গিলের যেন ভবিষ্যতে আর দল থেকে বাদ পড়তে না হয়।

গিলের বাদ পড়া নিয়ে শেবাগ বলেন, ‘আমি মনে করি সে ভাগ্যবান যে তার নাম টি-টোয়েন্টি বিশ্বকাপের রিজার্ভে রয়েছে। কেএল রাহুল এবং ঋতুরাজ গায়কওয়াড়ের তো সেখানেও নেই। তার এতে অনুপ্রাণিত হওয়া উচিত। পরের বার, জায়গাটি যেন হারাতে না হয় সে জন্য ভাল স্ট্রাইক-রেট এবং রান করার দিকে মনোনিবেশ করা উচিত তার।’

নিজের ক্রিকেট জীবনের উদাহরণ দিয়ে শেবাগ বলেন, ‘আমার সময় গাঙ্গুলি, টেন্ডুলকার, দ্রাবিড় ও লক্ষ্মণ ছিল। অন্য ছেলেরা কত রান করেছে তা বিবেচ্য হয়নি, কারণ তারা রান করা বন্ধ করেনি। তারা রান করলে আপনি কীভাবে তাদের বাদ দেবেন? বাদ পড়ার কারণ কি শুবমান গিলকে তা বুঝতে হবে। বিশ্বকাপের পর নিয়মিত খেলার সুযোগ আসবে না, তবে সুযোগ এলে বড় রান করতে হবে। কারণ বড় রান শেষ পর্যন্ত আপনাকে বাঁচাবে।’

সম্পর্কিত খবর