সাকিবের ওই মন্তব্যকে দুষ্টুমি বলছেন পাপন

সাকিবের ওই মন্তব্যকে দুষ্টুমি বলছেন পাপন

দিন দুয়েক আগে জাতীয় দলের সাবেক সতীর্থ রুবেল হোসেনের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সদ্য শেষ হওয়া ডিপিএলে নিয়ে কথা বলেন সাকিব আল হাসান। প্রচণ্ড এই গরমে ডিপিএল আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেন। সেই সাথে জানান, নিজে এমন দায়িত্বে থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ডিপিএলের সুপার লিগ পর্বটা তিনি করতেন টি-টোয়েন্টি ফরম্যাটে, যাতে ক্রিকেটারদের সঙ্গে উপকৃত হতো দলও।

সাকিবের এমন মন্তব্যের কারণ কি, সে বিষয়ে আজ মিরপুরে জানতে চাওয়া হয়েছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে। তিনি অবশ্য সাকিবের মন্তব্যের কোনো যৌক্তিকতা খুঁজে পাননি। বরং তার কাছে মনে হয়েছে সাকিব দুষ্টুমির ছলে বলেছেন কথাগুলো।

মিরপুরে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিবের মন্তব্য নিয়ে পাপন বলেন, ‘প্রিমিয়ার লিগ তো লিস্ট “এ” টুর্নামেন্ট। আমি কী হঠাৎ করে লিস্ট এ টুর্নামেন্টকে টি-টোয়েন্টি করে দিতে পারি? এটা কী ইচ্ছে মতো করা যায়! এটার তো সুযোগই নেই।’

শুধু এটুকু বলেই থামেননি পাপন। পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন সাকিবের দিকেও। প্রশ্ন রেখেছেন বিশ্বকাপের প্রস্তুতিই যদি নিতে হবে তবে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি না খেলে ৫০ ওভারের ফরম্যাটে ঘরোয়া ক্রিকেট খেলছেন কেন সাকিব। সব মিলিয়ে তাই সাকিবের মন্তব্য দুষ্টুমি ঠেকেছে বিসিবি প্রধানের কাছে। যা নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় সে দুষ্টুমি করেই কথাটা বলেছে।’

সম্পর্কিত খবর