টস ভাগ্য ডাচদের পক্ষে

টস ভাগ্য ডাচদের পক্ষে

ওয়ানডে লঙ্কানদের বিপক্ষে নিজেদের শেষ পাঁচ দেখায় সবকটি হারলেও বিশ্বকাপের এবারের আসরে সর্বশেষ ম্যাচটি শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ডাচরা। তাই সেমিফাইনালের দৌড়ে এগিয়েই যেতে চাইবে ডাচরা। অন্যদিকে পরপর ৩ টি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের শেষে রয়েছে শ্রীলঙ্কা। কাঁটা ঘায়ে নূনের ছিটা যাতে না পড়ে সেই বিষয়ে সচেতন থাকবে লংকানরা, তাই নিজেদের সর্বোচ্চটাই মাঠে উজার করে দিবে তাঁরা।

দুই দলের জন্যই সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার লড়াই এটি। লক্ষ্ণৌতে আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ কাপ্তান স্কট এডওয়ার্ডস। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে তার দল। অন্যদিকে লঙ্কানদের একাদশে এসেছে দুই পরিবর্তন। দুনিত ভেল্লালেগে ও লাহিরু কুমারার পরিবর্তে দলে ফিরেছেন দুশান হেমন্ত ও কাসুন রাজিতা। 

পয়েন্ট টেবিলের হিসেবে এগিয়েই রয়েছে ডাচরা। কিন্তু লক্ষ্ণৌ-এর বোলিং সহায়ক পিচে জ্বলে উঠতে পারেন লঙ্কান পেসাররা। স্পিন বিভাগেরও রয়েছে ভালো করার সম্ভাবনা। 

নেদারল্যান্ডস একাদশ: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও'ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, লোগান ভন বিক, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, চামিকা কারুনারত্নে, কাসুন রাজিতা, মাহেশ থিকশানা, দিলশান মাধুষ্কা, দুশান হেমন্ত।

 

সম্পর্কিত খবর