সিরিজ জয়ে চোখ বাংলাদেশের, ঘুরে দাঁড়াতে মরিয়া জিম্বাবুয়ে
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সেই সিরিজে নাজমুল শান্তর দল এগিয়ে গেছে ২-০ তে। সিরিজের তৃতীয় ম্যাচ আজ মাঠে গড়াবে দুপুর ৩টায়। যেই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। অন্যদিকে জিম্বাবুয়ের লক্ষ্য সিরিজে ঘুরে দাঁড়ানো। সিরিজ বাঁচিয়ে রাখা। তবে সেটি করতে হলে আজ বাংলাদেশের বিপক্ষে সেরা ব্যাটিংটাই করতে হবে তাদের।
এই সিরিজের প্রথম দুই ম্যাচের দুটিতেই টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনার কারণেই পরে ব্যাটিং করতে চাওয়া। সেই সম্ভাবনা রয়েছে আজও। আর সেটি হলে টস ভাগ্যে হাসলে শান্ত হাঁটতে পারেন আগের দুই ম্যাচের মতোই একই পথে।
অবশ্য অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করছেন দলটির বোলাররাও। তাসকিন-শরিফুল-মাহেদী-রিশাদ-সাইফ উদ্দিনরা শুরুতেই চেপে ধরছেন জিম্বাবুয়েকে। পাওয়ার প্লেতেই জিম্বাবুয়েকে এক রকম ছিটকে দিচ্ছেন ম্যাচ থেকে।
তবে ভাবনার কারণও আছে, সবশেষ দুই ম্যাচেই শুরুর ১০ ওভারে ম্যাচ থেকে এক রকম ছিটকে যাওয়ার পরও দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। বাংলাদেশকে ছুড়ে দিয়েছে চ্যালেঞ্জিং টার্গেট। তাই কোনো কারণে দলটির টপ অর্ডাররা সফল হলে জিম্বাবুয়ে যে বড় সংগ্রহ দাঁড় করাবে সেই সম্ভাবনা প্রবল। তাই বাংলাদেশকে সর্তক থাকতেই হচ্ছে।
বোলিং ডিপার্টমেন্ট লেটার মার্ক তুললেও পাস মার্ক নিয়ে টানাটানি পড়েছে বাংলাদেশের টপ অর্ডারের। তানজিদ তামিম-লিটন দাস-নাজমুল শান্তরা শুরু পেলেও তাদের ইনিংস থাকছে যথেষ্ট ধীর। তাদের ব্যাটিং অ্যাপ্রোচ অনেকটা এমন নিজে বড় রান করতে পারলেই হলো, তবে শেষ পর্যন্ত হচ্ছে না সেটিও। আগ্রাসী শুরু এনে না দিয়ে উল্টো বেশি বল খেয়ে বাকিদের ওপর রানের বাড়তি প্রেশার দিচ্ছিলেন তারা। কাজে লাগাতে পারছেন না টি-টোয়েন্টির মহামূল্যবান পাওয়ার প্লের ৬ ওভার। যা বিশ্বকাপ সামনে বড় ভাবনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে বাংলাদেশের শক্তির জায়গা মিডল অর্ডার। শেষ দুই ম্যাচেই দারুণ দায়িত্ব নিয়ে দলকে ম্যাচ জিতিয়েছেন তাওহিদ হৃদয়। এ ম্যাচেও তাই তার ব্যাটেই বড় স্বপ্ন দেখবে বাংলাদেশ। তবে লিটন-শান্তরা রানে না ফিরলে যে বড় রানের ভিতটা স্বপ্নই থেকে যাবে।
আগের দুই ম্যাচের দুটিতে জিতে ফুরফুরে মেজাজে থাকলেও একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম বাংলাদেশের। আগের দুই ম্যাচের একাদশ আরও একবার দেখা যেতে পারে এই ম্যাচে। এরপর সিরিজ নিশ্চিত হয়ে গেলে হয়তো শেষ দুই ম্যাচের একাদশে বদল দেখা যেতে পারে।