বিশ্বকাপের স্কোয়াড দিল ‘জায়ান্ট কিলার’ স্কটল্যান্ড
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপটা বাংলাদেশ পারলে ভুলেই যেতে চাইবে। তবে স্কটল্যান্ডের জন্য সে বিশ্বকাপটা আবার উলটো অভিজ্ঞতা নিয়ে হাজির হয়েছিল। বাংলাদেশকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল দলটা। এরপরের বিশ্বকাপে দলটা হারিয়ে দিয়েছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকেও। এমন দলকে জায়ান্ট কিলার না বললে কী বলবেন আপনি?
সেই দলটা এবার বিশ্বকাপে আসছে নিজেদের অতীত সাফল্যকে ছাড়িয়ে যেতে। সে লক্ষ্য দল ঘোষণা করেছে স্কটিশরা।
অধিনায়ক রিচি বেরিংটনের নেতৃত্বের ১৫ সদস্যের এই স্কোয়াডে আছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মাইকেল জোন্স ও পেসার ব্র্যাড হোয়েল। দুজনেই দীর্ঘদিন ধরে ছিলেন দলের বাইরে। এমনকি বিশ্বকাপের আগে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও থাকছেন না এই দুই ক্রিকেটার।
আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে স্কটল্যান্ড। তাদের গ্রুপে আছে ইংল্যান্ড, নামিবিয়া, অস্ট্রেলিয়া ও ওমান। ৪ জুন ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলবে দলটা। এরপর ৬ জুন তারা মুখোমুখি হবে নামিবিয়ার, ৯ জুন ওমান ও ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে স্কটিশরা।
বিশ্বকাপে স্কটল্যান্ড দল
রিচি ব্যারিংটন (অধিনায়ক), ম্যাথিউ ক্রস, ব্রাড কুরি, ক্রিস গ্রেভস, ওলই হ্যারিস, জ্যাক জার্ভিস, মাইকেল জোনস, সাফইয়ান শরিফ, ক্রিস সোলে, চার্লি টিয়ার, মাইকেল লিস্ক, ব্রেন্ডন ম্যাকমুলেন, জর্জ মুনসেই, মার্ক ওয়াট ও ব্রাড হোয়েল।