তৃতীয় ম্যাচেও বাগড়া দেবে বৃষ্টি?
টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ মাঠে গড়িয়েছে যথা সময়ে। যদিও মাঠে গড়ানোর পর বৃষ্টি বাগড়া দিয়েছে বৃষ্টি। এরপরও অবশ্য ম্যাচের এক ওভারও কাটা পড়েনি। বাংলাদেশ দুটো ম্যাচ জিতে চলে এসেছে সিরিজ জয়ের দুয়ারেও।
আজ তৃতীয় ম্যাচ। এই ম্যাচ জিতে গেলেই বাংলাদেশ সিরিজটা পুরে ফেলবে পকেটে। কিন্তু এই ম্যাচের আগে চোখরাঙানি দিচ্ছে বৃষ্টি।
আজ তৃতীয় ম্যাচটা মাঠে গড়াবে বিকেল ৩টায়। ঠিক সেই সময় চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস আছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, চট্টগ্রাম শহরে আজ অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শিলা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বিকেল ৩টা থেকে সন্ধ্যায় ৭টা পর্যন্ত বৃষ্টির আছে আজ। যদিও সে বৃষ্টি খুব বেশি পরিমাণে নয়। ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে আজকের পূর্বাভাসে বজ্রপাতের সম্ভাবনা আছে। সেটাও আবার নেহায়েত কম নয়, ২৯ শতাংশের বেশি। সব মিলিয়ে ম্যাচ শুরুর আগে প্রাকৃতিক দুর্যোগের চোখরাঙানি আছে বেশ ভালোই!